পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ব্যাটারিচালিত ভ্যান মালিক-শ্রমিক সমিতি। রোববার (১২ জানুয়ারি) দুপুরে শহরের দুই নম্বর রেলগেট থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া বিজয়স্তম্ভে গিয়ে শেষ হয়।
সেই সঙ্গে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ভ্যান মালিক ও চালকরা। এতে করে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়। তাদের বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক তরিকুল সুজন ও ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ফারহানা মানিক মুনা।
আন্দোলনরতরা জানান, পুলিশ ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের কাছ থেকে প্রতি মাসে এক হাজার থেকে ১২০০ টাকা চাঁদা আদায় করে থাকে। যেটা কোনোভাবে যৌক্তিক নয়। যদি পুলিশের চাঁদাবাজি বন্ধ না হয় তাহলে উপযুক্ত জবাব দেওয়া হবে।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির আহমদের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে চালকদের আশ্বস্ত করে সড়ক থেকে সরিয়ে দেন। এরপর যান চলাচল শুরু হয়।
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জের আহ্বায়ক তরিকুল সুজন মাধ্যমকে বলেন, ইজিবাইক, অটোরিকশা ও ভ্যান থেকে পুলিশ জায়গায় জায়গায় হয়রানি করে চাঁদাবাজি করেন। রেকার বিলের নামে পুলিশ বিভিন্ন জায়গায় ভ্যানচালকের কাছ থেকে টাকা আদায় করেন। চালকদের ধরে মাদক দিয়ে আটকায়। এখন আর চাঁদাবাজি চলবে না।