নারায়ণগঞ্জের বন্দরে ট্রাকচাপায় আসাদ মিয়া (৫০) নামে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। রোববার (১৯ জানুয়ারি) সকালে বন্দর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মদনগঞ্জ থেকে যাত্রী নিয়ে মদনপুর যাওয়ার পথে দ্রুতগামী ট্রাকটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। আহত হন অটোরিকশায় থাকা তিন যাত্রী। তাদেরকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করা হয়। দুর্ঘটনা পর ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যায়। এই ঘটনা শুনে বিখ্যাত এলাকাবাসী ও বন্দর অটো রিক্সা চালকরা ওই রোডে যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসেন বন্দরের ভারপ্রাপ্ত ইউএনও , বন্দর থানার ভারপ্রাপ্ত ওসি,ও বন্দরের ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশা, তাদের আশ্বাসে প্রায় ৫ ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর পুনরায় চালু হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেইসঙ্গে ট্রাকটি শনাক্ত করে আসামিদের আইনের আওতায় আনা হবে।
নিহত আসাদ মিয়া পুরান বন্দর এলাকার মৃত আমির হোসেনের ছেলে।