1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
১৮নং ওয়া‌র্ডে জনসচেতনতা র‍্যালী ও মরহুম কোকোর মৃত্যুবার্ষিকীতে দোয়া অনু‌ষ্ঠিত - নারায়ণগঞ্জ আপডেট
সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ফারুক, রাব্বানী,মিরাজ মুন্সি, মোতালেব, সুভাষ বাবু সহ অত্র মার্কেটের অন্যান ব্যাবসায়ী বৃন্দ। জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩নং ওয়ার্ড বিএনপির আলোচনা ও শীতবস্ত্র বিতরণ সাংবাদিক নজরুলের রূহের মাগফেরাত কামনায়বন্দর উপজেলা প্রেসক্লাবের দোয়া কোকোর কবরে সদর থানা বিএনপি নেতা জাকির হোসেন সেন্টুর শ্রদ্ধা কোকোর মৃত্যুবার্ষিকীতে বন্দর থানা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ১৮নং ওয়া‌র্ডে জনসচেতনতা র‍্যালী ও মরহুম কোকোর মৃত্যুবার্ষিকীতে দোয়া অনু‌ষ্ঠিত ভোটাদের দ্বারে দ্বারে গিয়েভোট ও দোয়া চাইছেন,আলহাজ্ব মনির হোসেন ও আলহাজ্ব মোঃ নাছির শেখ মাস্টার ক্রিকেট ভেটারেন্স লিগের পি এন ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন বন্দরে শীর্ষ সন্ত্রাসী ও মাদকের গডফাদার শাহ নেওয়াজ সহ তারবাহিনীকে গ্রেপ্তার ও ক্রস ফায়ারের দাবীতে মানববন্ধন বন্দরে যুবদল নেতার প্রকাশ্যে গুলিছোড়ার ভিডিও ভারাইল

১৮নং ওয়া‌র্ডে জনসচেতনতা র‍্যালী ও মরহুম কোকোর মৃত্যুবার্ষিকীতে দোয়া অনু‌ষ্ঠিত

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ৭ Time View

স্টাফ রি‌পোর্টার:
বাংলা‌দেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল কেন্দ্রীয় নির্বাহী ক‌মি‌টির প্রতিষ্ঠাতা সভাপ‌তি ও বিএন‌পি ব‌হি‌ঃর্বিশ্ব ক‌মি‌টির প্রকাশনা বিষয়ক সম্পাদক এস. আলম রাজীব ব‌লে‌ছেন, বিএন‌পি জনগ‌ণের দল, জনগ‌ণের সমর্থন নি‌য়ে কাজ ক‌রে‌ছে। আগামীর রাজনী‌তি হ‌বে জনকল‌্যাণমূলক।

শুক্রবার (২৪ জানুয়ারী) বি‌কে‌লে নগরীর ১৮নং ওয়া‌র্ডে অনু‌ষ্ঠিত সন্ত্রাস ও মাদক বি‌রোধী সমাজ এবং ৩১ দফা বাস্তবায়‌নের লক্ষ্যে জনস‌চেতনতায় র‌্যালীর আয়োজন ক‌রে ১৮নং ওয়ার্ড বিএন‌পি এবং অঙ্গ ও সহ‌যোগী সংগঠ‌নের তৃণমূল নেতৃবৃন্দ। সেখা‌নে বক্ত‌ব্যে এ কথা ব‌লেন এস. আলম. রাজীব।

জনসচেতনতায় অনু‌ষ্ঠিত এই র‍্যালীটি নারায়ণগঞ্জ মহানগরের ১৮নং ওয়ার্ডের নিতাইগঞ্জ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী‌তে প্রায় সহস্রাধিক নেতাকর্মীর কন্ঠে সন্ত্রাস ও মাদক বিরোধী স্লোগান এবং ৩১ দফার পক্ষে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে পুরো এলাকা।

বক্ত‌ব্যে এস.আলম রাজীব বিএন‌পির কিছু নামধারী নেতা‌দের কার‌নে বর্তমা‌নে স্বৈরাচা‌রের দোসররা প্রকা‌শ্যে আস‌তে শুরু ক‌রে‌ছে উল্লেখ ক‌রে আরো ব‌লেন, বর্তমা‌নে স্বৈরাচা‌রের দোসররা প্রকা‌শ্যে আস‌তে শুরু ক‌রে‌ছে আমরা ওইসব দোসর‌দের বিরু‌দ্ধে স্বোচ্চার আছি এবং আগামী‌তেও স্বোচ্চার থাক‌বো।

তি‌নি ব‌লেন, অত‌্যন্ত দুঃ‌খের স‌হিত বল‌তে হ‌চ্ছে আমা‌দের বিএনপির ম‌ধ্যেই কিছু নামধারী নেতা র‌য়ে‌ছে যারা তা‌দের ব‌্যক্তিস্বার্থ হা‌সি‌লের জন‌্য প্রত‌্যক্ষ বা প‌রোক্ষভা‌বে চা‌চ্ছে ওসমান প‌রিবা‌রের দোসর‌দের পুনবা‌র্সিত কর‌তে। আমরা দে‌খে‌ছি বিগত ১৪ বছর অ‌নে‌কেই ওসমান প‌রিবা‌রের দালা‌লি ক‌রেছে। তারা দি‌নে বিএন‌পি রা‌তে ওসমান প‌রিবা‌রের অনুমতি নি‌য়ে পর‌দিন শোডাউনের রাজনী‌তি কর‌তো। সেই তারাই এখন ওসমান দোসর‌দের থে‌কে অ‌র্থিক এবং বা‌নি‌জ্যিক সু‌যোগ সু‌বিধা নি‌য়ে তা‌দের পূনর্বাসন কর‌তে চা‌চ্ছে। কিন্তু শহীদ জিয়ার আদ‌র্শের সৈ‌নিকরা যত‌দিন নারায়ণগ‌ঞ্জের মা‌টি‌তে জী‌বিত আছে এবং দেশ নায়ক তা‌রেক রহমানের সৈ‌নিকরা যত‌দিন আমরা জী‌বিত আছি, আমরা তা‌দের এই নগ্ন ষড়যন্ত্র কখ‌নোই সফল হ‌তে দি‌বো না।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল- নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব শেখ মোঃ সিয়ামের সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রদল নেতা এস. আলম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের আহবায়ক জাহাঙ্গীর আলম রতন, কেন্দ্রীয় সাইবার ইউজার দলের সহ-সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি ও মহানগর যুবদল নেতা এস. আলম ইসরাৎ, জেলা সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খান রাজীব, মহানগর সাইবার ইউজার দলের আহবায়ক গোলাম মোর্শেদ সজল, মহানগর সাইবার ইউজার দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক ইমরান চৌধুরী জুয়েল, মহানগর সাইবার ইউজার দল নেতা কাজী নাজমুল হাসান মাসুম, ১১নং ওয়ার্ড সাইবার ইউজার দলের প্রচার সম্পাদক নূর আলম সিদ্দিকী অভি, ১৩নং ওয়ার্ড সাইবার ইউজার দলের সভাপতি রিফাত চৌধুরী, সহ-সভাপতি রাহিম চৌধুরী ও অন্যান্য বিভিন্ন ওয়ার্ড সাইবার ইউজার দলের নেতৃবৃন্দ।

এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন- মিশা‌ল, শামীম, গোলাম রা‌ব্বি, হৃদয়, সাগর, দিপু, রা‌সেল, রায়হান, পুলক, মে‌হেদী হাসান সা‌নি, নূর হো‌সেন, মিজানুর রহমান, মাসুম, বাহাউদ্দিন সহ নারায়ণগঞ্জ মহানগর, সদর থানা ও ১৮নং ওয়া‌র্ড সাইবার ইউজার দল ও ছাত্রদল নেতৃবৃন্দ।

এদি‌কে, পূর্ব ঘোষিত উক্ত র‍্যালী কর্মসূচিটির পূর্বে নিতাইগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়। মরহুম কোকোর রূহের মাগফেরাত কামনা করে এবং বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা, তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন কামনা করে দোয়া করা হয়।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • সোমবার (রাত ১২:১১)
  • ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২৭শে রজব, ১৪৪৬ হিজরি
  • ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL