1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - নারায়ণগঞ্জ আপডেট
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে এটা আমাদের অঙ্গীকার : নাহিদ নারায়ণগঞ্জে সংস্কারের পর নির্বাচনের দাবিতে মার্চ ফর ড. ইউনূস কর্মসূচি পালিত গাজায় ইসরাইলী গনহত্যায় ফিলিস্তিনি শহীদদের স্বরনে বন্দরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত কর্মী ছাড়া নেতাদের দুই পয়সা মূল্য নেই : ফরিদ সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউন ও দুটি দোকানে আগুন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেন বাংলাদেশ মায়ের পিস্তল নিয়ে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে সন্তানের হামলা, নিহত ২ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০০ একরের বেশি জমিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস ইইউ ঘোষিত ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জার্মানি

আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৮ Time View

আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি নেতা জাকির খানপন্থি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর প্রজন্মদল।

বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকালে শহরের মহানগর বিএনপির সাবেক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রজন্মদলের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিমের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মিছিল ও সমাবেশে আয়োজন জেলা ও মহানগর প্রজন্মদল।

সমাবেশে সলিমুল্লাহ্ করিম সেলিম বলেন, আমরা যখন এ সড়ক দিয়ে যাই। দেখানেই তাকাই সবখানেই দেখি ‘বঙ্গবন্ধু সড়ক, বঙ্গবন্ধু সড়ক।’ বঙ্গবন্ধু সড়কতে ৫ তারিখের পর থাকার কথা না।

তাহলে এ ইউনূস সাবেরা কি করে? নারায়ণগঞ্জের যারা সমন্বয়ক আছেন, আপনারাতো একবারও বললেন না এ নামটা বদল করা প্রয়োজন? কারণ, এ নামের সাথে মিশে আছে আওয়ামী লীগের নাম। আর আওয়ামী লীগ হলো এ দেশের সবচেয়ে বড় সৈরাচারী সরকারের নাম।

তারা ক্ষমতাকে ব্যবহার করে নির্বিচারে আমাদের ছাত্র-জনতার উপর গুলি চালিয়েছে। এ কথা কি আমরা ভুলে গেছি? না। আমরা একথা ভুলে যেতে চাই না।

তাই বর্তমান অর্ন্তবর্তীকালিন সরকারসহ সকল উপদেষ্ট এবং সমন্বয়কদের কাছে আমাদের দাবি থাকবে, অবিলম্বে বঙ্গবন্ধু সড়কের নাম পরিবর্তন করে মহান একাত্তোরে যে প্রথম শহীদ (শংকু সমাজদার) হয়েছিলেন তার নামে নামকরণ করা হোক।

তিনি বলেন, আপনারা জানেন আমাদের নারায়ণগঞ্জের সবচেয়ে জনপ্রিয় ছাত্রনেতা ছিলেন জাকির খান। সে একটি মিথ্যা মামলা বিগত দুই বছর যাবৎ কারাগারে। তিনি বর্তমানে অসুস্থ। তিনি যেন দ্রুত সুস্থ হতে পারে এবং অচিরেই কারামুক্ত হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারে, আমি আপনাদের কাছে সেই দোয়াই চাচ্ছি।

এছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্য করে সেলিম বলেন, আপনাদের যদি লজ্জা থাকতো তাহলে এ মুখে আর কর্মসূচির কথা বলতেন না। বাংলার মানুষ আপনাদের চিনে ফেলেছে। তারা আর এখন অতটা বোকা নয় যে, আপনাদের ডাকে সাড়া দেবে।

আমি আমার প্রজন্মদলের সমস্ত নেতাকর্মীদের নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী ও তাদের দোসরদের বিরুদ্ধে সর্তক হওয়ার আহ্বান জানাচ্ছি। তারা যেন কোন ভাবেই প্রকাশ্যে না আসতে পারে সেদিকে আপনারা খেয়াল করবেন, প্রয়োজনে পুলিশকে খবর দিবেন। আমরা এ বাংলার মাটিতে আরও ষড়যন্ত্র হতে দেবো না।

জেলা প্রজন্মদলের সদস্য সচিব রায়হান উদ্দিন জিল্লুর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা প্রজন্মদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানি খোকন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মামুন, হাজী সুমন, মহানগরের আহ্বায়ক সারোয়ার করিম, সদস্য সচিব আক্তার হোসেন অপু, যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম রিপন, ফতুল্লা থানা প্রজন্মদলের আহ্বায়ক মো: ইউসুফ চৌধুরী, সদস্য সচিব আলমগীর দেওয়ান, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, সদর থানা প্রজন্মদলের আহ্বায়ক শাহীন মোল্লা, সদস্য সচিব ফারুক আহমেদ, বন্দর থানার সদস্য সচিব রফিকুল হাসান, যুগ্ম আহ্বায়ক শেখ আলমগীর, মো: অনিক, সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক হাজী মনির হোসেন প্রধান, সদস্য সচিব আবুল হোসেন সানি, কাশীপুর ইউনিয়নের আহ্বায়ক মো: ফয়সাল, সদস্য সচিব ইমাম হোসেন, এনায়েত নগর ইউনিয়নের আহ্বায়ক আ: কাদির, সদস্য সচিব শাহীন নজরুল, যুগ্ম আহ্বায়ক তপন, রনি, ফারুক, জনি, জুলহাস, রিয়াজ প্রমূখ।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • শনিবার (সন্ধ্যা ৭:২০)
  • ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL