নারায়ণগঞ্জ আপডেট: মহান বিজয় দিবস উপলক্ষে চাষাড়া বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পুলিশ।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে জেলা প্রশামক মঞ্জুরুল হাফিজ ও পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, পিপিএম(বার) এর নেতৃত্বে জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সদস্যগণ এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এর আগে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু করা হয়।নারায়ণগঞ্জের সকল সরকারী ও বেসরকারী দপ্তর ও প্রতিষ্ঠান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন।