1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
ওয়ানডে থেকে অবসর নিলেন মুশফিক - নারায়ণগঞ্জ আপডেট
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
দেশের বিভাগীয় শহর গুলোতে হাইকোর্টের বেঞ্চ স্থাপনে ঐকমত্য হয়েছে: আলী রীয়াজ “এখন সময় দেশ মাতৃকার সেবা করার” ডা. মজিবুর রহমান বীরের এই রক্তস্রোত ও মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় : খালেদা জিয়া ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের শহীদ এবং হতাহতদের প্রতি শ্রদ্ধা জানালেন : তারেক রহমান এমবাপের প্রত্যাবর্তনে উজ্জীবিত রিয়াল বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়নি : সিইসি রিমান্ড শেষে কাশিমপুর কারাগারে সাবেক মেয়র আইভী নারায়ণগঞ্জের সেনাবাহিনীর উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক কমিটি ঘোষণা বন্দরে জোড়া খুনের ঘটনায় সাবেক কাউন্সিলরসহ গ্রেপ্তার ৪

ওয়ানডে থেকে অবসর নিলেন মুশফিক

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৯৮ Time View

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চরম ব্যর্থতার পর মুশফিকুর রহিমের দলের জায়গা নিয়ে উঠেছিলো প্রশ্ন। পরবর্তী আইসিসি আসরে তিনি ও মাহমুদউল্লাহর থাকা বেশ কঠিন বলে মন্তব্য করেছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান নাজমুল আবেদিন ফাহিমও। এসব আলোচনার মধ্যে ফেসবুক পোস্টে ওয়ানডে থেকে অবসর নিলেন মুশফিক।

বুধবার রাতে এক পোস্টে নিজের অবসরের সিদ্ধান্ত দেন এই তারকা। ইংরেজিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ থেকে আমি ওয়ানডে ফরম্যাট থেকে আমার অবসর ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ্‌, সবকিছুর জন্য। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন হয়তো সীমিত ছিল, কিন্তু একটা জিনিস নিশ্চিত যখনই আমি আমার দেশের জন্য মাঠে নেমেছি, নিষ্ঠা ও সততার সঙ্গে একশো ভাগের বেশি দিয়েছি।’

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ওয়ানডে অভিষেক হয় মুশফিকের। এরপর ১৯ বছরে এই সংস্করণে লাল সবুজ জার্সিতে তিনি ২৭৪ ম্যাচের পর তিনি থামালেন তার পথচলা। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৩৬.৪২ গড় ও ৭৯.৭০ স্ট্রাইকরেটে ৭৭৯৫ রান করেছেন ৩৭ পেরুনো ব্যাটার। তার ব্যাট থেকে এসেছে ৯ সেঞ্চুরি ও ৪৯ ফিফটি।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক ভরসা করা হয়েছিলো তার উপর। অভিজ্ঞ ব্যাটার ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে প্রথম বলেই শূন্য রানে আউট হন। রাওয়ালপিন্ডিতে পরের ম্যাচে ৫ বলে ২ রান করে ফেরেন বাজে শটে ক্যাচ দিয়ে।

আরও একটি বৈশ্বিক আসরে ব্যর্থ হওয়ার পর তার ওয়ানডে ক্যারিয়ার পড়ে যায় প্রশ্নের মুখে। নতুন বছরে বিসিবি তাকে ওয়ানডের চুক্তিতে রাখবে কিনা তা নিয়েও তৈরি হয় সংশয়। শেষ পর্যন্ত নিজেই সরে গেলেন মুশফিক।

যদিও মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ তিনিও গ্রহণ করলেন না। এর আগে ২০২২ সালে টি-টোয়েন্টি থেকেও অবসরের ঘোষণা ফেসবুকেই দিয়েছিলেন তিনি। সীমিত সংস্করণের ক্রিকেট ছাড়লেও এখনো টেস্ট থেকে অবসর নেননি মুশফিক। হয়ত সামনের আরও কিছু বছর তাকে সাদা পোশাকে খেলতে দেখা যাবে।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (রাত ৪:০৫)
  • ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৯ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি
  • ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL