বিশেষ প্রতিনিধি :- নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় কেএফসির সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অপূর্ব নামে এক ছাত্রদলকর্মী নিহত হয়েছেন। রবিবার (০৯ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে ঘটে এ ঘটনা।
নিহত ছাত্রদল কর্মী অপূর্ব (২০), মাসদাইর এলাকার খোকন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চাষাড়া এলাকায় এক বৃদ্ধের সাথে বাক-বিতন্ডায় জড়ায় ছিনতাইকারী সম্রাট। এসময় মিছিল শেষে যাওয়ার পথে বাক-বিতন্ডা করতে নিষেধ করে ছাত্রদল কর্মী অপূর্ব। নিষেধ করার কারণেই তার বুক বরাবর চাকু দিয়ে আঘাত করে ছিনতাইকারী সম্রাট। এসময় সে মাটিতে লুটিয়ে পড়ে।
ছাত্রদল নেতা আজিজুল ইসলাম রাজীব বলেন, মাগুরার শিশু আছিয়া ধর্ষণসহ সারা দেশে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মহানগর ছাত্রদলের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল করি। মিছিল শেষে আমরা চলে যাচ্ছিলাম এমন সময় খবর পাই ছাত্রদল কর্মী অপূর্বকে ছুরিকাঘাত করে। তখন উত্তেজিত জনতা ছিনতাইকারীকে মারধর শুরু করে। তাকে এসময় উদ্ধার করে পুলিশে সোপর্দ করি।
পুলিশ সুত্রে জানা যায়, খবর পেয়ে আহত যুবক ও ছিনতাইকারীকে উদ্ধার করে খানপুর হাসপাতালে আনলে চিকিৎসক ঐ যুবককে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে নিহতের স্বজন, অতিরিক্ত পুলিশ সুপার তাসিন, সদর থানা ওসি নাসির উদ্দিন সহ প্রশাসনের কর্মকর্তারা হাজির হন। পরে উত্তেজিত জনতাকে শান্ত করে আসামীকে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যায। এসময় বিএনপি যুবদল নেতা শাহেদ, ছাত্রদল নেতা রাজীবসহ বিএনপি নেতাকর্মী হাসপাতালে উপস্থিত হন এবং এই হত্যার সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এছাড়া জড়িত অন্যদের গ্রেফতারের দাবি জানান তারা?