1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
জাতীয় স্মৃতিসৌধ ৫৫ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত - নারায়ণগঞ্জ আপডেট
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ১২:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করলেন দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধিদল বন্দর ইউএনওকে বৃক্ষ উপহারসহ শুভেচ্ছায় লাঙ্গলবন্দ স্নানোৎসব উদযাপন ফ্রন্ট বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো আইডিয়া আছে : ড. ইউনূস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল নারায়ণগঞ্জ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ নেতানিয়াহু-ট্রাম্প বৈঠকে শুল্ক, ইরান ও গাজা নিয়ে আলোচনার সম্ভাবনা দুই ভাইয়ের মাদক ব্যবসায় ধ্বংসের পথে যুবসমাজ, অভিযান জরুরি যুক্তরাষ্ট্রজুড়ে ১,২০০টি জায়গায় ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ

জাতীয় স্মৃতিসৌধ ৫৫ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৪৪ Time View

সাভারের জাতীয় স্মৃতিসৌধ ৫৫ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত। উদযাপন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে এরই মধ্যে শেষ হয়েছে স্মৃতিসৌধের সৌন্দর্যবর্ধনের কাজ।

সবুজে ঘেরা ১০৮ হেক্টর জমির ওপর নির্মিত স্মৃতিসৌধকে ধুয়ে মুছে পরিপাটি করে রেখেছেন। সৌন্দর্যবর্ধনসহ নানা কাজ এরই মধ্যে সম্পন্ন করেছেন সাভার গণপূর্ত বিভাগ। রংতুলির আঁচড় পড়েছে পায়ে চলার পথ ও বেদি সংলগ্ন সিঁড়িগুলোতে। সবুজ ঘাসের গালিচা কেটেছেঁটে নান্দনিক করে তোলা হচ্ছে। পুরোনো ফুলের চারা উপড়ে ফেলে লাগানো হয়েছে নতুন বাহারি রঙের গাছ। হাজারো ফুটন্ত ফুল ফুটে আছে টপগুলোতে। ভবনসহ উঁচু গাছে ঝুলানো হয়েছে লাল সবুজের আলোকবাতি। প্রবেশ পথে তৈরি করা হয়েছে উৎসবের ফটক।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পুরো স্মৃতিসৌধ চত্বর ধুয়ে মুছে পরিষ্কার-পরিপাটি করা হয়েছে। পুরো চত্বরে ফুল দিয়ে সাজানো, রং–তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, আলোকসজ্জা, লেক সংস্কারসহ সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। প্রায় দেড় মাস ধরে চলা এ কার্যক্রমে শতাধিক কর্মী অংশ নিয়েছেন। নিরাপত্তার লক্ষ্যে ১৬ মার্চ থেকে স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশ সংরক্ষিত করা হয়েছে। ২৬ মার্চ রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তখন ঢল নামবে লাখো জনতার।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার সব মহড়াও সম্পন্ন হয়েছে। মহান স্বাধীনতা দিবস উদযাপন নির্বিঘ্ন করতে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো এলাকা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে প্রায় চার হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সাভার উপজেলার আমিন বাজার থেকে শুরু করে গণস্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে ১২টা সেক্টরে ভাগ করা হয়েছে। সেক্টর অনুসারে পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। এই পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে।

তিনি আরও বলেন, ২৬ মার্চ ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টার মধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের এ অঞ্চল দিয়ে যানবাহন না চালাতে অনুরোধ করেন। এই সময়ে পরিবহনচালকদের প্রতি বিকল্প সড়ক ব্যবহার করতে বলেন।

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়ে এরই মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। শহরের উঁচু ভবনসহ নানা স্থাপনায় শোভা পাচ্ছে লাল সবুজের আলোকবাতি।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সরকার বলেন, ৫৫ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উৎসবের নানা রং দিতে কাজ করেছে। সাজানো হয়েছে শহরকে।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (দুপুর ১২:২১)
  • ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL