ডেস্ক রিপোর্ট: জুলাই বিপ্লবের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকটা নিস্ক্রিয় রয়েছে। এ সুযোগে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন জিওধরা এলাকায় এবার তৎপর হয়ে উঠেছে মাদক ব্যবসায়ী বাদশা ও মানিক। এর আগে আওয়ামীলীগের রাজনৈতিক ছত্রছায়ায় এলাকায় নানা অপকর্ম করে বেড়িয়েছে। তাদের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। তবে খোলস পাল্টিয়ে এখন দিব্যি চালাচ্ছেন মাদকের কারবার।
এদিকে, বাদশা ও মানিক সম্পর্কে তারা দু’জন আপন ভাই বলেও জানা গেছে। এরা জিওধরা চৌরাস্তা, মাবধপাশা, কল্যান্দি, সাবদী সহ আশেপাশে এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ধরা-ছোঁয়ার বাইরে থেকে এ ব্যবসা পরিচালনা করলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আলতার ছেলে বাদশা ও মানিক। তারা বাড়ির সামনে বসবাস করে পুরো এলাকায় মাদক ব্যবসা করছে। স্থানীয় এলাকাবাসী মাদকের রমরমা ব্যবসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আওয়ামীলীগ সরকার ক্ষমতা থাকাবস্থায় ওসমান পরিবারের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক নেতার প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করেছে। তাদের বিরুদ্ধে রয়েছে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখমের মামলা। এরাই এখন ক্ষমতা পালাবদলের ভোল্ট পাল্টে মাদক ব্যবসা শুরু করেছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন উপজেলা থেকে যুবকরা এসে মাদক সেবন করছে। যার ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা সহজেই মাদকের জালে আটকা পড়ছে। এতে যুবসমাজ ধ্বংসের মুখে পড়েছে বলে মনে করছেন স্থানীয় অভিভাবকরা। স্থানীয়দের দাবি এলাকার যুব সমাজকে রক্ষা করতে হলে প্রশাসনের অভিযান জরুরী মনে করছেন।