1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল নারায়ণগঞ্জ - নারায়ণগঞ্জ আপডেট
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
মাইলস্টোন স্কুলে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতায় দোয়া ও মিলাদ শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন এবার ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে কানাডা নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার প্রায় দুই দশকের জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু বন্দর কলাগাছিয়া মাওলানা মঈনুদ্দিন আহমাদের গণসংযোগ নতুন মৌসুমে ক্লাবেও রোনালদোর সতীর্থ হচ্ছেন ফেলিক্স দীর্ঘ আলোচনা ও দরকষাকষি শেষে ১৫ শতাংশ শুল্ক চুক্তি সই ইইউ-যুক্তরাষ্ট্রের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে বৈঠক করেছে ৪২টি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের রাজ‌নৈ‌তিক দল ও প্রার্থীরা সহ‌যো‌গিতা কর‌লে নির্বাচন করা সম্ভব : স্বরাষ্ট্র উপ‌দেষ্টা ‎কাশিপুর ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত

ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৭৮ Time View

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা ও হামলার প্রতিবাদে উত্তাল নারায়ণগঞ্জ। শিক্ষার্থী, সাধারণ মুসল্লি সহ বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের ব্যানারে সড়ক অবরোধ সহ বিক্ষোভ মিছিল পালিত হয়েছে। দিনভর নানা কর্মসূচিতে উত্তাল ছিল পুরো নারায়ণগঞ্জ জেলা শহর।

সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে দুপুরে পর্যন্ত চাষাঢ়া শহীদ মিনার ও বিজয়স্তম্ভ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছল করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে পুরো শহরের সাথে ঢাকা ও সিদ্ধিরগঞ্জ এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীদের সাথে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এসে অংশগ্রহণ করেন।

অবরোধকালে শিক্ষার্থীরা গাজাবাসী ও ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনকারীরা জানান, গাজায় নির্বিচারে পাখির মত গুলি করে বোমা মেরে মানুষ মারা হচ্ছে। আমরা এই ইজরায়েলীদের শাস্তি চাই। আর ইজরায়েলী পণ্য বয়কট করার আহবান জানাই।

শিক্ষার্থীদের এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সংহতি প্রকাশ করেন। জাতীয় নাগরিক পার্টি, গণসংহতি আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতা-কর্মীদের অংশ নিতে দেখা গেছে। দুপুরে শহরের চাষাঢ়া বিজয়স্তম্ভের সামনের মূল সড়ক অবরোধ করে আন্দোলনাকরীদের জোহরের নামাজ আদায় করতে দেখা গেছে।

এদিকে দুপুর ২ টার দিকে ইসরায়েলী গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় সাধারণ মুসল্লি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন বিক্ষোভ মিছিল বের করেছে। মিছিলটি শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা স্লোগান দেয় ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, কারবালার হাতিয়ার গর্জে উঠো আরেকবার। এতে সড়কে যান চলাচল থমকে যায়।

বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লায় ইজরায়েলী গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করে ফতুল্লা প্রেস ক্লাবের সাংবাদিকরা। একই দাবিতে বাদ আসর শহরের ডিআইটি এলাকা থেকে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় তারা ‘গো ব্যাক ইজরায়েল’ সহ নানা স্লোগান দেয়।

বিক্ষোভ মিছিলে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, আজ আমরা ব্যথিত, মর্মাহত মানবতার ইতিহাসে এর চাইতে বর্বরতা আর কিছু হতে পারেনা। অনতিবিলম্বে এই হত্যা বন্ধ করতে হবে। ইজরায়েলের সাথে বিশ্বের সকল দেশ কে ব্যাবসা- বানিজ্য ও সকল প্রকার সম্পর্ক ছিন্ন করতে হবে।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (রাত ১২:১৫)
  • ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৭ই সফর, ১৪৪৭ হিজরি
  • ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL