স্টাফ রিপোর্টার :
জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক এবং শহীদ পরিবারের সঞ্চয়পত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
জেলা প্রশাসক বলেন, জুলাই গণঅভ্যুত্থান তারুণ্যের এক বিরত্বগাথা, ছাত্র-জনতার এক দেশ প্রেমের মহাকাব্য। সেদিন আমাদের তরুন ও ছাত্র-জনতা একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। আমরা বিশ্বাস করি। আমাদের তরুন সমাজ যে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছে, সকলের যে অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছে আমরা সকলে মিলে সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। যেখানে সকলের অধিকার নিশ্চিত হবে। আমরা বিশ্বাস করি, সেই রাষ্ট্র প্রতিষ্ঠায় আগামীতেও তরুন সমাজ আমাদের পাশে থাকবে।
তিনি আরও বলেন, বৈষম্যহীন যে সমাজ প্রতিষ্ঠা করবো সেই সমাজ যারা দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে পরিক্ষায় উত্তির্ন হয়েছে তাদের হাতে দেশ নিরাপদ থাকবে। বাংলাদেশ অত্যন্ত উচুঁ স্থানে উন্নিত হবে। আমাদের তরুন যোদ্ধারা, আজকে যে সম্মান তাদের দেয়া হচ্ছে ভবিষ্যতে দেশ গড়ার কাজে এ সম্মানের শক্তিতে বলিয়ান হয়ে নিজেদের নিয়োজিত রাখবে। আমরা কোন বৈষম্য পূর্ণ রাষ্ট্র চাইনা, এমন একটি রাষ্ট্র চাই যেখানে একজনের সমস্যায় দশ জন এগিয়ে আসবে। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই।
বক্তব্য শেষে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক অনুদানের চেক ও সঞ্চয়পত্র প্রদান করেন জেলা প্রশসাক ও উপস্থিত নেতৃবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন, সিভিল সার্জন মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হাসান, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা জামায়াতের আমীর মাওলানা মঈনুদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ সহ প্রমুখ।