শেখ আরিফ,বন্দর প্রতিনিধি: ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও ২৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশার নির্দেশনায় বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রনি ও বন্দর অটোষ্ট্যান্ডের সাধারন সম্পাদক জাফরের নেতৃত্বে মহানগর বিএনপির ব্যানারে আয়োজিত বর্ণাঢ্য র্যালীতে শতাধিক শ্রমিক নেতাকর্মী নিয়ে মিছিল নিয়ে অংশ গ্রহন করেন।
বৃহস্পতিবার ১মে সকালে বন্দর বাসষ্ট্যান্ড থেকে মিছিলটি শুরু করে নবীগঞ্জ কপিলের মোড় থেকে শুরু করে বন্দর বাজার হয়ে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মিছিলটি শেষ হয়।
এ সময় অংশ নেন বিএনপির শ্রমিক দল নেতা আনোয়ার হোসেন,সালাউদ্দিন ভূইয়া,মো: জাহাঙ্গীর,মো: বাবু,শফিউল্যাহপাঠান,সুজন,মৃদুল,জুম্মান,শাহিন,টিটু,বোরহান,সবুজ,বোরহান,আসিফ,আতিক প্রমূখ।