বন্দরের মুছাপুর ইউনিয়নের বারপাড়া এলাকায় সন্ত্রাসীদের হাতে নিহত রহিম এর পরিবারের পাশে দাড়িয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ পুত্র নাসিক ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা আলহাজ্ব আবুল কাউছার আশা। ২ মে শুক্রবার বিকেলে ৫ টায় আশার পক্ষে মুছাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক নাজির মাহমুদ ও মুছাপুর ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ওই এলাকায় যান।
এ সময় তারা নিহত রহিমের পরিবারের খোঁজ-খবর নেন। নেতৃবৃন্দ আশার পক্ষে রহিমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ রহিম হত্যাকান্ডের দ্রুত অগ্রগতিসহ হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নাজিম মাহমুদ ছাড়াও এ সময় আরো উপস্থিত ছিলেন বন্দর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী মোঃ আনসার আলী, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রিয়াজুল হক প্রধান, মুছাপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খলিল হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপি,বিএনপি নেতা মোঃ গনী,মোঃ মিরাজ হোসেন মোঃ আল আমিন,৭ নং ওয়ার্ড বিএনপি নেতা আলিম,রিপন যুবায়েত প্রমুখ।