বিশেষ সংবাদদাতা :
সত্যকে সত্য বলার সৎ সাহস নিয়ে যে পথ চলার সুচনা হয়েছিল, বহু সংগ্রাম লড়াইয়ের মাধ্যমে তা প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রেখে আজও টিকে আছি। ঝিনাইদহ থেকে এসে নারায়ণগঞ্জে নিজেকে প্রতিষ্ঠিত করা যে কতটা চ্যালেঞ্জের তা আমি হারে হারে টের পেয়েছি। মিথ্যা মামলা, জেল জুলুম হুলিয়া আমাকে লক্ষ্য থেকে দমাতে পারেনি। কথাগুলো বলেন দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস.এম.ইমদাদুল হক মিলন। পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ শহরস্থ টানবাজার নিউ মার্কেটের তিন তলায় বর্ণাঢ্য আয়োজনে তিনি এ কথা বলেন।
এস.এম.ইমদাদুল হক মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার জনাব মো: কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ছাত্রদল প্রতিষ্ঠাকালিন সভাপতি জনাব কে.এম.মাজহারুল ইসলাম জোসেফ, প্রধান আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক খবর প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক এস.এম.ইকবাল রুমি। মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অনলাইন পোর্টাল প্রেস নিউজ সম্পাদক এস.এম.সাগর, দৈনিক ইয়াদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মনিরুজ্জামান সবুজ, দৈনিক আজকের নীরবাংলা‘র ব্যবস্থাপনা সম্পাদক শরিফ হাসান চিশতী, নিবার্হী সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, প্রধান সহ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম আরজু, সহ সম্পাদক আহম্মদ আলী, সিনিয়র সাংবাদিক নেয়ামতউল্লাহ ও । অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাংবাদিক সৈকত রানা।
প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার জনাব মোঃ কামরুজ্জামান তার বক্তব্যে বলেন পত্রিকা সমাজের দর্পণ। পত্রিকা থেকে দেশবাসির চাহিদাও অনেক। আমি আশা করি দৈনিক আজকের নীরবাংলা সমাজের এই আশা পূরণে সক্ষম হবে।
বিশেষ অতিথি কে.এম. মাজহারুল ইসলাম যোসেফ তার বক্তব্যে বলেন আমি আজকের নীরবাংলা‘র সাথে ছিলাম আছি এবং থাকবো। নিরপেক্ষ সংবাদ প্রকাশে পত্রিকাটি যে সাহসি ভূমিকা রেখেছে তা যেন আগামীতেও অব্যাহত রাখে।
প্রধান আলোচক নারায়ণগঞ্জ জেলা নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস.এম,ইকবাল রুমি বলেন বহুদিন যাবৎ মিলনকে চিনি। ছোট ভাই হিসেবে তাকে বারবার বলেছি সব সময় সত্য বলা ঠিক না কিন্তু মিলন তা শোনেনি, সব সময় সত্য বলায় তাকে দমাতে একটি শ্রেনি নানা কুটকৌশল চালিয়েছে। যাই হোক মিলন আজও তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। আমি মিলনকে ধন্যবাদ জানাই। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আজকের নীরবাংলা’র সিনিয়র সাংবাদিক মোঃ বিল্লাল হোসেন, শাহিন ভান্ডারি, মাহবুব হোসেন ডালিম, উজ্জ্বল সরকার, ফটো সাংবাদিক জাহাঙ্গীর আলম জনি, ওয়ারদে রহমান, আল আমিন সেন্টু, মোঃ সুমন খান প্রমুখ।