নারায়ণগঞ্জ আপডেট: অপ-সাংবাদিকতা রোধে ভেদাভেদ ভুলে পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম।
সোমবার (১৯ই ডিসেম্বর) সকালে নগরীর কালিরবাজার এলাকায় অবস্থিত জেলা সরকারী গণগ্রন্থাগারের হল রুমে এফবিজেও এর উদ্যোগে জাতীয় প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের মানোন্নয়নে সহায়ক পরিবেশ তৈরীতে কাজ করছে প্রেস কাউন্সিল। পেশাদার সাংবাদিকদের প্রেস কাউন্সিলের ২৫টি আচরণবিধি ও নীতিমালা মানতে হবে। বাংলাদেশ প্রেস কাউন্সিল বঙ্গবন্ধু ১৯৭৪ সালে ১৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেছেন। আমরা মনে করি, সত্য ও বস্তুনিষ্ঠ খবর প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারে। কেননা বঙ্গবন্ধু সাংবাদিকদের অনেক উঁচু স্থানের মানুষ মনে করতেন এবং সেই অনুযায়ী কাজ করতেন। এটার প্রমাণ হচ্ছে এই বাংলাদেশ প্রেস কাউন্সিল।
এছাড়াও বিচারপতি নিজামুল হক নাসিম আরও বলেন, সাংবাদিকদের সাহস নিয়ে লিখতে হবে। কারণ সাহস না থাকলে কোনো যুদ্ধেই সফল হওয়া যায় না। মনে রাখতে হবে কলমের চেয়ে শক্তিশালী কিছুই নেই। যেইদিকে বেশি দুর্নীতি হয় সেখানে সবাই দায়ী নয়। গুটি কয়েক মানুষের কাছে হার মানা যাবে না। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সাংবাদিকদের আপোষহীন থাকতে হবে। থাকতে হবে গণতন্ত্র ও শান্তির পক্ষে। এ জন্য প্রয়োজনে সাংবাদিকদের জনমত গড়ে তুলতে হবে।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন চৌধুরী’র সভাপতিত্বে এবং ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এর সাংগঠনিক সম্পাদক ও দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার সম্পাদক খন্দকার মাসুদুর রহমান দিপুর সার্বিক পরিচালনায় এ-সময় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রেস কাউন্সিলের সদস্য এম জে কিবরিয়া চৌধুরী, বাসস এর অনলাইন ইনচার্জ ড. উৎপল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) এর চেয়ারম্যান এস এম মোরশেদ, মহাসচিব এস এম হানিফ আলী, নবজাগরণ পত্রিকার সম্পাদক মোঃ আবু তাহের পাটোয়ারী, দৈনিক এ সময়ের কন্ঠ পত্রিকার সম্পাদক এম এম তোহা, ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন।