নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শ্রেণিকক্ষে হঠাৎ ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সোমবার (১৯ মে) দুপুরে সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থরা সবাই ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
এদের মধ্যে, লিজা আক্তার, আনিসা আক্তার, রাজিয়া আক্তার, হাদিয়া আক্তার, হাফসা আক্তার, এলিন আক্তার, তানিসা আক্তার ও মেহেরুন নেছার নাম পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরে ক্লাস চলাকালীন সময় হঠাৎ দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে আরও আট অসুস্থ হন। তাৎক্ষণিকভাবে প্রত্যেককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলেও অসুস্থদের মধ্যকার সাতজনের অবস্থার অবনতি ঘটলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রেফারেন্স করা হয়। অপর তিনজনে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান।
এ বিষয়ে সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজ গণমাধ্যমকে জানান, দুপুরে ক্লাস চলাকালীন সময়ে প্রথমে দুজন শিক্ষার্থী শ্বাসকষ্ট অনুভব করলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এর কিছুক্ষণ পর আরও চারজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে পালাক্রমে আটজন অসুস্থ হন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. শারমিন আক্তার তিথি বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স ১০ জন শিক্ষার্থী এসেছিল। যার মধ্যে ৩ জনকে আমরা প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে বাসায় ফিরিয়ে দিয়েছি। আর বাকি সাতজনের শ্বাসকষ্টজনিত সমস্যা বেশি থাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।