নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের গোদনাইল ইব্রাহিম টেক্সটাইল মিলস্ রেললাইনের পূর্ব পাশের বালুর মাঠে হাটের ইজারা সম্পন্নের আগেই হাটের মাঠ দখল করে নিয়েছে ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস শিকদার সহ প্রভাবশালীরা। হাটের ইজারা না থাকলেও কোরবানির পশু তোলা হয়ে গেছে হাটটিতে। দরপত্র সর্বোচ্চ মূল্য দিয়েও হাটের ইজারা পাবে কি না; সেই শঙ্কায় রয়েছে দরপত্রে অংশ নেওয়ার ইচ্ছুক সাধারণ ইজারাদাররা।„
খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের গোদনাইল ইব্রাহিম টেক্সটাইল মিলস্ রেললাইনের পূর্ব পাশের বালুর মাঠে হাটের ইজারার আগেই হাট প্রস্তুতি করে গরু তোলা শুরু করেছে আওয়ামী দোসর ইফতেখার আলম খোকনের সহযোগী আনিস শিকদার এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, সিটি কর্পোরেশন এলাকায় ২২টি স্থানে অস্থায়ী পশুর হাটের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত দরপত্রের সিডিউল ২৬ মে থেকে ২৭ মে বিকেল ৫টা পর্যন্ত সিটি কর্পোরেশন কার্যালয় থেকে সংগ্রহ করতে বলা হয়েছে। দরপত্র দাখিলের সময় দেওয়া হয়েছে ২৮ মে দুপুপর ২টা।
সরেজমিনে দেখা গেছে, সিডিউল সংগ্রহ ও জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন না হলেও ইতোমধ্যে শুরু হয়ে গেছে ১০নং ওয়ার্ডের গোদনাইল ইব্রাহিম টেক্সটাইল মিলস্ রেললাইনের পূর্ব পাশের বালুর মাঠে হাটের গরু তোলা। ওই হাটে বাঁশের খুঁটি পুঁতে প্যান্ডেল টাঙিয়ে হাট বসানোর কার্যক্রম শুরু হয়ে গেছে। হাটগুলোতে গরু আসতে শুরু করেছে।
নাম প্রকাশের অনিচ্ছুক শ্রমিকরা জানান, আমরা মজুরিতে কাজ করছি। আমাদের বাঁশ দিয়ে গরু বাঁধার খুঁটি তৈরি করতে বলা হয়েছে, তাই করছি।
স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধীন গোদনাইল ইব্রাহিম টেক্সটাইল মিলস্ রেললাইনের পূর্ব পাশের বালুর মাঠে অস্থায়ী পশুর হাটের ইজারা নিশ্চিত হওয়ার আগেই আওয়ামী লীগের দোসর ইফতেখার আলম খোকনের সহযোগী ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদার হাটটি দখলে নিয়েছে। এছাড়াও মাঠে গরু তোলা শুরু করেছে। সিটি কর্পোরেশনের এমন একটি হাট ইজারা হওয়ার আগেই প্রশাসনের চোঁখের সামনেই দখল করে নিয়েছে। এই ঘটনায় ইজারা যারা কিনতে ইচ্ছুক তারা ক্ষোভ প্রকাশ করেছে। এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এবং সিটি কর্পোরেশনের প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
ইজারার আগেই হাট দখলের বিষয়ে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদার জানান, সিটি কর্পোরেশন প্রথম যে বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে কিন্তু এই হাটের কোন নাম ছিল না। আমরা সবাই ইব্রাহিম টেক্সটাইল মিলস্ এর জায়গা টাকা দিয়ে ভাড়া নিয়ে সিটি কর্পোরেশনে আবেদন করি এই প্রেক্ষিতে হাটের অনুমতি দিয়ে থাকে। নদী পথে গরুর ট্রলার হাটে আসতে শুরু করেছে, আমরা যদি আগে থেকে প্রস্তুতি না নেই তাহলে গরু কোথায় নামাবে। তাছাড়া যে হাটের ইজারা পাবে সেই হাট করবে, প্রয়োজন হলে তারা যদি মনে করে হাটের বাঁশ, ডেকারেশন এটি থাকবে রাখতে পারবে। নয়তো নতুন করে সব করে নিবে।