নারায়ণগঞ্জ আপডেট ঃ
৩০শে মে শুক্রবার নারায়নগঞ্জ সদর থানা যুবদল নেতা শাহ আলমের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়।
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও মিলাদ।মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ। এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, মোঃ রাজু, মোঃ বাবু, মোঃ লোকমান হোসাইন, অন্তর মোঃ রুবেল ও মোঃ মামুন সহ বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা।