নিজস্ব প্রতিবেদক: স্বচ্ছতার জন্যই কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন পেছানো হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, একটি ইউনিয়নে ১৭ বছর পর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনটি স্বচ্ছ না হলে কথা থাকবে। ২০ ডিসেম্বর কাউন্সিলর হবার কথা ছিলো, কিন্তু আমরা কিছু অভিযোগ পেয়েছি যার ফলে সকলকে নিয়ে বসেছি, আলোচনা করছি। খুব শীগ্রই আলোচনার করে ভোটের মাধ্যমে সম্মেলন হবে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকালে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ইউনিয়ন সম্মেলন সফল করার লক্ষ্যে নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
কাজিম উদ্দিন আহমেদ আরও বলেন, আমাদের কাছে লিখিত অভিযোগ ছিলো, তারই প্রেক্ষিতে বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ সহ সবাইকে নিয়ে বসেছি। সবাই একমত হয়েছে। কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনটি এমন ভাবে করতে চাই যেন, যারা অভিযোগ করেছে তারা পুনরায় আর কোন অভিযোগ না তুলতে পারে। সেগুলা যাচাই করেই সম্মেলনের তারিখ ঘোষনা করা হবে।