নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেছেন, যুক্তরাষ্ট্র আলাদা করে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ হারে শুল্ক আরোপ করতে যাচ্ছে। যেটা আগে ছিল ১৬ শতাংশ। নতুন করে এই শুল্ক আরোপ হলে একটা বৃহত্তর গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। গার্মেন্টসের পাশাপাশি সব ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্থ হয়ে যাবেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। শহরের চাঁনমারী এলাকার নারায়ণগঞ্জ চেম্বার ভবনে এই আলোচনার আয়োজন করা হয়।
মোস্তাফিজুর রহমান ভূইয়া বলেন, ‘নারায়ণগঞ্জে অনেকগুলো গার্মেন্টস আছে। শুধু গার্মেন্টস নয়, গার্মেন্টসের পাশাপাশি অনেকগুলো সেক্টর জড়িত রয়েছে। সবগুলো সেক্টরই এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে। সরকারের কাছে আবেদন, আমরা যেন প্রতিযোগিতায় টিকে থাকতে পারি। আমেরিকার সঙ্গে কথা বলে ৩৫ শতাংশ হার যেন কমানোর ব্যবস্থা করা হয়।’
তিনি বলেন, ‘আমাদের সঙ্গে প্রতিযোগিতায় থাকা দেশগুলোর ক্ষেত্রে শুল্ক অনেক কমিয়ে দিয়েছে। কিন্তু বাংলাদেশ সরকারের কাছে এখন পর্যন্ত আশাবাদী হতে পারছি না।’
চেম্বার সভাপতি বলেন, ‘আমরা আশা করি বর্তমান সরকার এই শুল্ক কমিয়ে নিয়ে আসতে পারবে। আমরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছি। আমাদের সঙ্গে ৩৪টি ব্যবসায়ী সংগঠন আছে। আমরা প্রতিটি সংগঠনের আলাদা আলাদা কথা বলেছি। সবাই একমত হয়েছেন, আমরা সরকারের কাছে আবেদন করবো। যে কোনো উপায়েই হোক, এই ৩৫ শতাংশ হারে শুল্ক যেন কমিয়ে আনা হয়। যাতে করে নারায়ণগঞ্জসহ দেশবাসী বেঁচে যায়।’
এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার, সহ-সভাপতি পদে মোহাম্মদ আবু জাফর, পরিচালক গোলাম মুহাম্মদ কায়সার, মো. সোহাগ, আহমেদুর রহমান তনু ও সোহেল আক্তারসহ অন্যান্য সদস্যরা।