খেলা ডেস্ক
গোলবারের নিচে আর্জেন্টিনার অতন্দ্র প্রহরী এমিলিয়ানো মার্তিনেজ। আর্জেন্টিনার গোলবারে দাঁড়ালে তাঁকে মনে হয় গম্ভীর এক মানুষ। কখনো কখনো ধ্যানীও মনে হতে পারে তাঁকে। এই মার্তিনেজই মাঠের বাইরে আবার খুব মজার মানুষ। কখনো কখনো তিনি হয়ে ওঠেন দুরন্ত বালকের মতো। ড্রেসিংরুম মাতিয়ে রাখায় তাঁর জুড়ি মেলা ভার!
গতকাল আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর পুরস্কারমঞ্চে সেরা গোলকিপারের ট্রফি হাতে নেওয়ার পর সেই দুরন্তপনার কিছুটা দেখিয়েছেন। তবে সবচেয়ে মজা করেছেন ড্রেসিংরুমের উদ্যাপনে। ড্রেসিংরুম কাঁপিয়ে নাচে-গানে শিরোপা-জয় উদ্যাপন করছিলেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা।
সেই উদ্যাপন হঠাৎ করেই থামিয়ে দেন মার্তিনেজ। সূত্র: জাগো নিউজ