নারায়ণগঞ্জে জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত ২১ জন শহীদের নামে নির্মিত হলো প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’।
সোমবার (১৪ জুলাই) বিকালে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের ৫ উপদেষ্টা।
তারা হলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা হলেন মুহাম্মদ ফাওজুল কবির খান।
স্মৃতিস্তম্ভের ফলকে উল্লেখ করা ২১ জন শহীদ হলেন, রিয়া গোপ, মো. রোমান, আরমান মোল্লা, মো. ইরফান ভূইয়া, মো. তুহিন, মো. মোহসীন, মো. জনি, ইব্রাহিম, মো. স্বজন, মো. আদিল, পারভেজ হাওলাদার, মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূইয়া, ছলেমান, ইমরান হাসান, হযরত বিল্লাল, সফিকুল, মো. সজল, মো. মাবরুর হুসাইন, মোহাম্মদ মাহামুদুর রহমান খান, মোহাম্মদ সাইফুল হাসান, আহসান কবির। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন উপদেষ্টা ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান।
এ সময় তারা বলেন, শহীদের স্মরণে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয়েছে। আমরা আজ নারায়ণগঞ্জের শহীদদের প্রাণভরে স্মরণ করছি। তাদের তাজা রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিটমুক্ত বাংলাদেশ পেয়েছি।
সবশেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ষগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইমলাম মিঞা, টজলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জুলাই শহীদ পরিবার ও আহতরা এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও বিশিষ্ট ব্যাক্তিবর্গরা।