বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘মব জাস্টিস সমাজে ক্যান্সারে পরিণত হয়েছে। আজকে অনেকে বড় বড় কথা বলছেন। বিএনপি সেই দল যারা শান্তি বজায় রাখে। বিএনপিতে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের কোনো ঠাঁই নেই।’
সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার ভুলতায় বিএনপির একটি সমাবেশে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘ইসলামের নাম দিয়ে লেবাসধারীরা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিএনপি এমন একটি রাজনৈতিক দল যে দলের নাম ভাঙিয়ে কেউ কিছু করলে কোনো ছাড় নেই। এটা বিএনপি, এটার নাম তারেক রহমান।’
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাশিরউদ্দিন বাচ্চুর সঞ্চালনায় এসময় ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ টিটু, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, বিএনপির নির্বাহী সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বক্তব্য রাখেন।