মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাসিক ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা বলেছেন,স্বৈরাচার পতনের পরবর্তী সময়ে বিভিন্ন ভাবে বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষাম্বিত হয়ে আমাদের বিরোদ্ধে একটি মহল মিডিয়া ট্রল হচ্ছে। ফেসবুক কমেন্সে নেতিবাচক মন্তব্য করছে। এরা কারা। এরা হচ্ছে একাত্তুরের পরাজিত শক্তি। জনাব তারেক রহমানসহ বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা,রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে কটাক্ষ করছেন স্বাধীনতার পরাজিত শক্তিরা। এটা কিন্তু একাত্তুর না। এখনও যদি আপনাদের চরিত্র সংশোধন করতে না পারেন বাংলাদেশের মানুষ যেভাবে ফ্যাসিষ্টদের তাড়িয়ে লাল কার্ড দেখিয়েছে সেভাবেই আপনাদের অবস্থা হবে।
শুক্রবার ১৮ জুলাই বিকেল ৫টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কটুক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশার নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনারে পথসভায় এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি এনসিপির উদ্দেশ্যে বলেন, আমিও কিন্তু ছাত্র রাজনীতি করে এসেছি। রাজনীতিতে শিষ্টাচার থাকাটা জরুরী। আপনাদের কথাবার্তায় মাধুর্য্যতা,সৌহার্দ্যপূর্ণ আচরন বাংলাদেশের মানুষ আশা করে। সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের মানুষও আশা করে। আপনারা এখন একটা দলের ব্যানারে আবদ্ধ। এটা বৈষম্য বিরোধী আন্দোলন না যে আপনারা ডাক দিলেই সারা বাংলাদেশের মানুষ চলে যাবে। বৈষম্য বিরোধী আন্দোলনে আমরাসহ মা বোনেরা রাস্তায় নেমে আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটিয়েছি।
তিনি বলেন, তখনি সহযোগিতা পাবেন যখন আপনাদের আচরন সুন্দর থাকবে। দয়াকরে এই জুলাই আন্দোলনকে দলীয় করন করবেন না। এই আন্দোলনকে ব্যক্তিগত সম্পত্তী বানাবেন না। তাহলে কিন্তু তারাও আস্তাকুড়ে পতিত হবেন। কেননা এই আন্দোলনে বাংলাদেশের সকল শ্রেনী পেশার মানুষের ত্যাগের মাধ্যমেই অর্জিত হয়েছে। অতএব আর কাদা ছুড়াছুড়ি নয় আসুন আমরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়তে একে অপরকে সহায়তা করি।