1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
বন্দরে সন্ত্রাসী মুকুট গংয়ের হামলায় ইসলামীআন্দোলন নেতা সাইফুল আহত - নারায়ণগঞ্জ আপডেট
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
তারেক রহমানের কটুক্তি প্রতিবাদে মডেল মাসুদের বিক্ষোভ মিছিল জাহিদুল ইসলাম বাবুর মুক্তির দাবীতে রূপগঞ্জ এলাকাবাসীর মানববন্ধন জামায়াত সরকার গঠন করলে দলের কোনো এমপি-মন্ত্রী সরকারি উপহার নেবেন না : জামায়াত আমির তারেক রহমানকে নিয়ে আর কোন কটুক্তি করলে সে যে দলেরই হোক কঠোর জবাব দেয়া হবে: বাবুল বন্দরে সন্ত্রাসী মুকুট গংয়ের হামলায় ইসলামীআন্দোলন নেতা সাইফুল আহত ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায় : তারেক রহমান তারেক রহমানের নির্দেশে হাসপাতালে জামায়াত আমিরকে দেখতে এসেছি : মির্জা ফখরুল রাজনীতিতে শিষ্টাচার থাকাটা জরুরী—-এনসিপিকে আবুল কাউছার আশা এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ বিএনপির নামে জামায়াত ও এনসিপির মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বন্দরে হুমায়ূনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

বন্দরে সন্ত্রাসী মুকুট গংয়ের হামলায় ইসলামীআন্দোলন নেতা সাইফুল আহত

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৩৭ Time View

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলায় বন্দর ২২নং ওয়ার্ডের ইসলামী আন্দোলনের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম(৩৮) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৯ জুলাই) দুপুর দিকে বন্দর ঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে। অভিযুক্তরা হচ্ছে বন্দর র‌্যালি আবাসিক এলাকার সাইফুল ইসলাম, পনির ভূইয়ার ছেলে মুকুট ভূইয়া (২০), একই এলাকার সাব্বির(১৮), আক্তার মিয়ার ছেলে মিরাজ (১৮), তার ভাই মিনহাজ (১৮), ইজাজ(১৯), বিজয়(১৭) ও আব্দুস সামাদ মিয়ার ছেলে পনির ভূইয়া(৫০)।

এ ব্যাপারে শনিবার দুপুরেই ভুক্তভোগীর বড় ভাই মোঃ শহিদুল ইসলাম বাদী হয়ে সাবেক কাউন্সিলর সুলতান আহমেদের ভাগিনা পনিরসহ ৬জনকে আসামী করে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, বন্দর র‌্যালি আবাসিক এলাকায় বন্দর ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল সুলতান আহমেদের নাতি কিশোর সন্ত্রাসী মুকুটগং মাদক বিক্রি ও ইফটেজিংসহ নানা অপকর্ম করে আসছিল।

এরই প্রতিবাদের জের ধরে গত ১৭ জুলাই জুম্মান নামে এক কিশোরকে মারধর করে রক্তাক্ত জখম করে। এ বিষয়ে বন্দর ২২নং ওয়ার্ড ইসলামী আন্দোলনের দপ্তর বিষয়ক সম্পাদক সাইফুল ইসলামকে জানালে সে নিজে বাদী হয়ে উল্লেখিত কিশোর সন্ত্রাসী মুকুটগংদের আসামী করে বন্দর থানায় একটি অভিযোগ করে।

এরই ধারাবাহিকতায় শনিবার ১৯ জুলাই দুপুরে বন্দর খেয়াঘাট যুবরাজ মার্কেটের সামনে কিশোর সন্ত্রাসী মুকুটসহ ৮/১০ জনের একটি সন্ত্রাসী বাহিনী থানায় অভিযোগ করাকে কেন্দ্র করে বন্দর ২২নং ওয়ার্ডের ইসলামী আন্দোলনের দপ্তর সম্পাদক সাইফুল ইসলামকে একা পেয়ে ধারালো চাপাতি ও অন্যান্য অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্নক জখম হয়। আহত সাইফুল ইসলামের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরন করেন।

দলীয় কর্মীকে আহতের ঘটনায় সঙ্গে সঙ্গে বন্দর থানায় ছুটে যান মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতী মাসুম বিল্লাহসহ দলীয় দায়িত্বশীলগন।

মুফতি মাসুম বিল্লাহ বন্দরে পূনরায় কর্মীর উপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, একের পর এক আমাদের কর্মীদের উপর হামলা এটা মেনে নেয়া যায় না। হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এতে যদি কোন কাল বিলম্ব হয় তাহলে সেটা কখনোই তৌহিদি জনতা মেনে নিবে না।

এ বিষয়ে বন্দর থানার ওসি লিয়াকত আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • রবিবার (রাত ৮:০৫)
  • ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২৫শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি
  • ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL