শুক্রবার ( ২৫ জুলাই ) বিকেলে কাশিপুর হাজী উজির আলী স্কুল মাঠ সংলগ্নে কাশিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ বলেছেন, ডুব দিয়ে পানি খেয়ে দলকে কুলসিত করবেন না। দলের জন্য আপনার অনেক ভূমিকা থাকতে পারে, কিন্তু সামান্য লোভ লালশায় পরে দলের সদস্য পদও হারাতে পারেন। যারা সৈরাচারী সরকার হাটাতে শাহাদাৎ বরণ করেছে তাদের আত্মায় শান্তি পৌছাক সেই কামনা করি। তারা আত্মহতি দিয়েছে শুধু দেশটাকে শান্তি করার জন্য ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই।
তিনি আরো বলেন, প্রতিটি হত্যার দৃষ্টান্ত শাস্তি আমরা বাংলাদেশের মাটিতে হোক দাবী জানাই। মাইলস্টোনে বিমান দূর্ঘটনা অবশ্যই সুষ্ঠ তদন্তের দাবী জানাচ্ছি। তৃনমূল কর্মীরা যা চায়, দলও তাই চায়। দলকে দুইভাগে বিবক্ত করতে চাইনা। আমরা তৃনমূলের লোক তারা ঐক্যবদ্ধ থাকবো। নিজেদের মধ্যর ঘাটপি মেরে দোষরা থাকলে তাদের প্রতিহত করবো।
কাশিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নরুল ইসলাম লাভলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ মন্ডল এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা বিএনপির সদস্য একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, কাশিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহিন সহ অসংখ্য নেতৃবৃন্দ।