নারায়ণগঞ্জ আপডেট: ২০০৪ সালের সম্মেলনের পর দীর্ঘ দেরযুগ শেষে অনুষ্ঠিত হলো নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কাশীপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন। সম্মেলনের মাধ্যমে গঠন করা হলো কাশীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি।
রবিবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টায় কাশীপুর আর্দশ বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কাশীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এস এম মোক্তার এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি কৃষিবিদ আব্দুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল, সাধারন সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফরিদ আহাম্মেদ লিটন।
প্রথম অধিবেশনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি কৃষিবিদ আব্দুস সালাম বলেন, ৩ বছরের জন্য কমিটি করে যাচ্ছি আপনারা সবাই তাদের সাথে মিলে মিশে থাকবেন। এবং এ কমিটি এমন একটি কমিটিতে রূপ নিচ্ছে যারা আগামী নির্বাচনে কঠোর পরিশ্রম করবেন এবং নৌকা মার্কাকে বিজয়ী করবেন।
এর পরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি কৃষিবিদ আব্দুস সালাম কাশীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নব নির্বাচিত কমিটির ৭ সদস্যদের নাম ঘোষানা করেন। তারা হলেন, সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম-সম্পাদক আরিফ ইকবাল, যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন জনি।