1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
যারা আমরা মুক্তিযুদ্ধ করতে পারিনি, আসেন তারা মিলে একটি যুদ্ধ করি - নারায়ণগঞ্জ আপডেট
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
রাজনীতিতে শিষ্টাচার থাকাটা জরুরী—-এনসিপিকে আবুল কাউছার আশা এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ বিএনপির নামে জামায়াত ও এনসিপির মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বন্দরে হুমায়ূনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল গোপালঞ্জে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের পর ইউএনও গাড়িতে হামলা ও ভাঙচুর মদনপুর টু মদনগঞ্জ সড়কটি মরণ ফাঁদেপরিনত, ভুগান্তির শেষ কোথায়! বন্দরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কোনো অপরাধী যেন ছাড় না পায়, তাদের কঠোরভাবে দমন করতে হবে : ডিএমপি কমিশনার মুসলিম দেশগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির উদ্যোগ নিয়েছে ইসরায়েল : প্রেসিডেন্ট মাসুদ ব্যবসায়ী সোহাগ হত্যার অন্যতম আসামী নারায়ণগঞ্জ বন্দর থেকে র‍্যাব-১১ এর হাতে গ্রেফতার মব জাস্টিস সমাজে ক্যান্সারে পরিণত হয়েছে : রিজভী

যারা আমরা মুক্তিযুদ্ধ করতে পারিনি, আসেন তারা মিলে একটি যুদ্ধ করি

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৬১ Time View

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, একটি প্রবাদ আছে, ‘সত্যই সুন্দর, সুন্দরই সত্য’। এটি যদি হয়েই থাকে তবে মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে কোনো আপস করা উচিত না। আমার মা-বাবা প্রশ্নে যেমন আপস হওয়া উচিত না, আমার দেশের প্রশ্নে যেমন কোনো আপস হওয়া উচিত না। যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের নাম বাদ দিয়ে যখন অন্য কোনো নাম দেখি, তখন একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে আমার ভালো লাগে না। অনেকেই মুক্তিযোদ্ধা হিসেবে নিজেদের দাবি করছেন, কিন্তু তারা প্রকৃত মুক্তিযোদ্ধা না।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড সদস্য বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন ক্লাব সদস্য ও জাতির সূর্য সন্তান ৪০ জন মুক্তিযুদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। পাশাপাশি তাদের সম্মানে নারায়ণগঞ্জ ক্লাবে সদ্য নির্মিত একটি মুরাল উদ্বোধন করেন বীর মুক্তিযুদ্ধা ও সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ উপভোগ করেন অতিথিরা। শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে অনেকেই মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বলছেন, কিন্তু তারা মুক্তিযুদ্ধ করেননি, এটাই সত্য। আমার মনে হয় তাদের নিজে থেকেই তাদের নাম এই মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে নাম বাদ দেওয়া উচিত। এতে তাদের সম্মান কমবে না, বরং বাড়বে। আমি মনে করি যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের এই বিষয়টি মানতে ব্যাপক কষ্ট হয়। কারণ তারা মুক্তিযুদ্ধ করেনি, মুক্তিযোদ্ধার সাটিফিকেট সংগ্রহ করেছে। মুক্তিযুদ্ধ মানে যদি স্বাধীনতা হয়, মুক্তিযুদ্ধ মানে যদি সত্য প্রতিষ্ঠা হয় তবে এই সত্যের শুরু মুক্তিযুদ্ধের তালিকা থেকেই হওয়া উচিত। তিনি বলেন, পৃথিবীতে সম্ভবত একটি দেশ আছে, যেখানে কিছু মানুষ সরাসরি স্বাধীনতার বিরোধীতা করেও স্বাধীন দেশে রাজনীতি করে যাচ্ছে। এবং তারাই এক সময় আমাদের রাষ্ট্রের ক্ষমতায় ছিলো, এটা আমাদের জন্য কত লজ্জার বিষয়। যারা আমার আপনার দুই লাখ মা-বোনের ইজ্জত নিয়েছে, এদের মধ্যে অনেকেই আবার নাকি মুক্তিযোদ্ধা। আজকে আমারা মুক্তিযোদ্ধাদের স্মরণে দাঁড়িয়ে সম্মান জানাই, নিরবতা পালনসহ কত কিছুই না করি। তবে এসব আমার কাছে ভণ্ডামি মনে হয়। কারণ ভণ্ডামি না হলে কী নিজের হাতে মুক্তিযোদ্ধাদের হত্যাকারী আব্দুল আলীমের মতো লোকেরা এই দেশে মন্ত্রী হতে পারে?
তিনি আরও বলেন, আমরা যারা মুক্তিযুদ্ধ করতে পারিনি, আসেন তারা মিলে একটি যুদ্ধ করি। একটি মাদক মুক্ত বাংলাদেশ না গড়তে পারলেও একটি মাদক মুক্ত, সন্ত্রাসমুক্ত, ইভটিজিংমুক্ত ও ভূমিদস্যুমুক্ত আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তুলি। এটাই আমাদের জন্য এই প্রজন্মের মুক্তিযুদ্ধ বলে আমি মনে করি। এক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা চাই। আমি সকল দলের সকল শ্রেণির মানুষের মধ্যে ভালো মানুষদের নিয়ে এই কাজগুলো করে যেতে চাই। নারায়ণগঞ্জ ক্লাবের আয়োজনে ক্লাব সভাপতি আসিফ হাসান মাহমুদের সভাপতিত্বে ও ক্লাব সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, বাংলাদেশ মুক্তিযুদ্ধা কমান্ডের নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের কমান্ডার মোহাম্মদ আলী প্রমুখ।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • শনিবার (রাত ১:২৬)
  • ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২৪শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি
  • ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL