নারায়ণগঞ্জ আপডেট: সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) বিকালে নয়াবাজার এলাকায় এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে সোনারাগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ্ আল কায়সার (কায়সার হাসনাত) ও প্রধান বক্তা হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি কায়সার হাসনাত তার বক্তব্যে বলেন, দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় আমরা কর্মীসভার তারিখ নির্ধারণ করেছি। আজ সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্মীসভার মধ্যদিয়ে এর সূচনা করলাম। আজ বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা এ দেশের সাধারন মানুষের ভাগ্যউন্নয়নের জন্য কাজ করছে। কষ্ট লাগে যে স্বর্ণযুগ আওয়ামী লীগ পার করছে, সেই স্বর্ণযুগের সময় আমরা একে অপরের সাথে ভেদাভেদে কোন্দলে দলীয় অবস্থানকে দুর্বল করার চেষ্টা করছি। আজ প্রত্যেক আওয়ামী লীগের তৃণমূলের মনের মধ্যে রক্তক্ষরন। যা বুঝার ক্ষমতা আল্লাহ্পাক আমাদের কাউকে দেয়নি। সেই ক্ষমতা যদি আল্লাহ্পাক জননেত্রী শেখ হাসিনার মধ্যে অবস্থান করান তাহলে আমাদের সুদিন আসবে।
সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ মোল্লার সভাপতিত্বে কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন, বারদী ইউপি চেয়াম্যান মো: মাহাবুব রহমান (লায়ন বাবুল), মোগরাপাড়া ইউপি চেয়াম্যান আরিফ মাসুদ বাবু, জামপুর ইউপি চেয়াম্যান আলহাজ্ব মো: হুমায়ূন কবির ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজুর রহমান মাসুম প্রমূখ।