গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির – ২০২২ এর নির্বাচনে অভিবাভক সদস্য প্রার্থী এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কনজুমার ইন্সপেক্টর মোঃ রাশেদুল ইসলাম রানার ৫৯ তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ বাসীর নিকট দোয়া কামনা করেছেন। রবিবার (১ জানুযারী) এই দিনে মোঃ রাশেদুর ইসলাম রানা জন্ম গ্রহন করেন।
মোঃ রাশেদুর ইসলাম রানা তার একান্ত প্রতিক্রিয়া ব্যাক্ত করে জানান, ইংরেজী নতুন বছরেরর ১ জানুয়ারী তারিখে আমি জন্ম গ্রহন করেছি। তার জন্য আমি মহান আল্রাহর দরবারে লাখো কোটি শুকরিযা আদায় করি এই দুনিয়াতে আমাকে প্রেরন করার জন্য। আমি সকলের নিকট দোয়া কামনা করি।