নারায়ণগঞ্জ আপডেট: ডিজিটাল নিরাপত্তা আইন সহ সাংবাদিকদের বিরুদ্ধে সকল নির্যাতন মূলক আইন বাতিল করতে হবে এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের বহুল প্রচারিত দৈনিক ইয়াদ পত্রিকার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিক মিলন মেলা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের তৃতীয় তলার সিনামন রেস্টুরেন্টে সাড়ে ১০টা থেকে অনুষ্ঠান শুরু হয়। ২০০৮ সালের ৩১ ডিসেম্বর দৈনিক ইয়াদের প্রকাশনার দায়িত্ব ভার গ্রহণ করেন তোফাজ্জল হোসেন। দৈনিক ইয়াদের সম্পাদক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবদী দীঘলদির শ্রী শ্রী লোকনাথ ব্রাহ্মচারী মন্দিরের প্রতিষ্ঠাতা ও নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দীপক সাহা।
অনুষ্ঠানে প্রধান অতিথি দিপক সাহা পত্রিকার সুদিন কামনা করেন।
দৈনিক ইয়াদের সম্পাদক তোফাজ্জল হোসেন বলেন, আমার উপর হামলা হয়েছে, মামলা হয়েছে, নির্যাতনের শিকার হয়েছি। তারপরেও তথ্য প্রদানকারীর নাম প্রকাশ করিনি। আপনারা আমাদেরকে তথ্য, লেখা ও সংবাদ দিয়ে সহযোগীতা করুন। আমরা তথ্য যাচাই করে সঠিক হলে প্রচার করবো। সেটা যার বিরুদ্ধেই হোক না কেন। তথ্য দাতার নামও প্রকাশ করবো না।
পত্রিকার বার্তা সম্পাদক নাসরিন আক্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন, দৈনিক অগ্রবাণী পত্রিকার সম্পাদক মো. হারুন অর রশিদ চৌধুরী স্বপন, অগ্রবানী প্রতিদিন পত্রিকার সম্পাদক স্বপন পোদ্দার, নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, খবর নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক মশিউর রহমান, নারায়ণগঞ্জ আপডেটের বার্তা সম্পাদক সাজু হোসেন, দৈনিক নীরবাংলা পত্রিকার ফটো সাংবাদিক জাহাঙ্গীর আলম জনি সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।