নারায়ণগঞ্জ আপডেট: দুদকের মামলায় আদালত কর্তৃক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি রাফি উদ্দিন রিয়াদ ও সাংগঠনিক সম্পাদক পাপন এবং আইন বিষয়ক সম্পাদক শাহাদাতের নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল বের করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল।
শনিবার (৭ জানুয়ারি) দুপুর দুইটায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে নগরীতে এ বিক্ষোভ মিছিল বের করে মহানগর ছাত্রদল। বিক্ষোভ মিছিলটি খানপুর হাসপাতাল রোড থেকে শুরু করে মেট্রো হলের মোড় হয়ে ডনচেম্বার দিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল রোড এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতা-কর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং আদেশ প্রত্যাহারের দাবি জানান। এছাড়াও কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিও শ্লোগান দেন তারা। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের মুখে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে নগরীর আশপাশ।