নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, আজকের সভাটা অতান্ত্য কম সময়ে, সুন্দর পরিবেশে সম্পূর্ন হয়েছে এবং নির্বাচনের তারিখ ঠিক হয়েছে। আমাদের প্রতিপক্ষ বন্ধুরা এখন সম্মতি জানাইছে, আবার একিটু পরে আইসা দেখবেন ওনারা প্রতিবাদ জানাইতাছে। এগুলো হলো স্ট্যান্ডবাজি। আমার নেতা বলছে খেলা হবে, তো খেলা হবে। ৩০ জানুয়ারি আপনাদের সাথে খেলা হবে। আমরা বিশ্বাস করি, আগামী ৩০ তারিখেও আপনাদের ম্যাডাম খালেদা জিয়ার মতো পরাজিত হয়ে ঘরে বসে থাকবেন।
সোমবার (৯ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন আমরা শান্তিপূর্ন পরিবেশ চাই; কারণ ওনারাও আইনজীবী, আমরাও আইনজীবী। ভাই যদি বিপথে পরিচালিত হয়, তাহলে তাকে তো আর ছেড়ে দেয়া যায় না। ওরা তো আমাদেরই ভাই। আসেন আমরা নির্বাচনটাকে সুন্দর ভাবে করি। জয় পরাজয় তো থাকবেই।
এসময় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড.হাসান ফেরদৌস জুয়েল এর সভাপতিত্বে ও এড.রবিউল আমিন রনি সন্চালনায় উপস্থিত ছিলেন নারায়ণগ মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ আদালতের সাবেক পিপি এড. ওয়াজেদ আলী খোকন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এড. মোহসিন মিয়া, এড,মেরিনা বেগম, এড, সেলিনা ইয়াসমিন, এড,আব্দুর রশিদ, এড, জেসমিন সহ প্রমুখ।