সাজু হোসেন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা: জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও সম্পত্তি ক্রোকের আদেশের প্রতিবাদে শহরে বিশাল মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। সোমবার (০৯ জানুয়ারি) বিকালে শহরের ডনচেম্বার এলাকায় মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ ও বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেনের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল থেকে তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও তাদের সম্পত্তি ক্রোকের আদেশের প্রতিবাদে এবং সরকার বিরোধী নানা স্লোগান দেয়া হয়। এসময় মিছিলে থাকা শত শত নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর। মিছিলটি শহরের খানপুর মেট্রোহলের সামনে থেকে শুরু হয়ে ডনচেম্বার এলাকায় অনুষ্ঠিতব্য মহানগর বিএনপি সমাবেশে এসে শেষ হয়।
এর আগে মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ বলেন, আওয়ামী লীগ সরকারের ফরমায়েশি রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিশিষ্ট চিকিৎসক ডা. জোবায়দা রহমানকে ভয় দেখানো যাবেনা, বিএনপি নেতাকর্মীদের ভয় দেখানো যাবেনা। এই সরকার সারা দেশে আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে। মামলা-হামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের দমানো যাবে না। অবিলম্বে এই সরকারকে দেশের সাধারণ জনগণ ক্ষমতা থেকে টেনে হেচড়ে নামাবে। তিনি আরো বলেন, অতি দ্রুত এই ফরমায়েশি রায় বাতিল করতে হবে। তা না হলে এই নারায়ণগঞ্জ থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে।
মিছিলে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাধারন সম্পাদক জুয়েল রানা, আলী নওশাদ তুষার, কাজী সোহাগ, আক্তারুজ্জামান মৃধা, নূর আলম প্রধান, বাপ্পী শিকদার, আলফু প্রধান, ফারহান আহমেদ রুবেল, সুমন ভূইয়া, আতিকুর রহমান সবুজ, শফিকুল আলম মুক্ত, মোমেন উদ্দীন বিপ্লব, শাহীন ঢালী, মাহমুদুল হাসান মাসুম, মো: দুলাল মিয়া, ইসলাম মিয়া, আল আমীন খান, ইউসুফ খান ও হীরা হায়দার পান্নাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।