বন্দর প্রতিনিধি: বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেরাজুল ইসলাম (১৬) নামে এক যুবককে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় নাসিম ওসমান মডেল হাই স্কুলের মাঠ এ ঘটনা ঘটে। আহত যুবক বন্দর কাজীবাড়ী (চৌধুরী বাড়ী) এলাকার নাদিম মাহমুদ মিয়ার ছেলে।
এ ঘটনায় নাদিম মাহমুদ এর স্ত্রী মিথিলা মাহমুদ ৪ জনের নাম উল্লেখ করে আরও ১৪/১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন:- পুরান বন্দর কাজীবাড়ী এলাকার কবি হোসেনের ছেলে ফরহান, চৌধুরীবাড়ী হাবিব নগর এলাকার জাহিদ, মুকুল ও গণপাড়া এলাকার নিজাম মিয়ার ছেলে শুভ।
মিথিলা মাহমুদ জানান, তুচ্ছ বিষয় নিয়ে নাসিম ওসমান মডেল হাই স্কুলের মাঠে আমার বড় বোনের ছেলে মেরাজুল ইসলামকে উক্ত বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে আমি তাদের নিষেধ করলে তাদের হাতা থাকা সুইচ গিয়ার দিয়ে এলোপাথারী পিটিয়ে রক্তাক্ত জখম করে। এবং আমার সাথে থাকা টাকা ও স্বর্ণেও চেইন নিয়ে যায়। আমার ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে উপস্থিত লোকজন বন্দর উপজেলা স্বাস্থকমপ্লেক্সে নিয়ে যায়।