নারায়ণগঞ্জ আপডেট: মাদক বিক্রেতাদের বাড়িতে গিয়ে মাদক বিক্রি না করার জন্য অনুরোধ করলেন নাসিক ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাউছার আশা, এ সময় তিনি মাদক বিক্রেতাদের বলেন আপনারা মাদক বিক্রি ছেড়ে অন্য কোন ভালো কাজ করেন আর ভালো কাজ করতে যদি আপনাদের কেউ বাধা দেয় তা হলে আমাকে জানান আমি আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে তাদের প্রতিহত করবো, মনে রাখবেন এটাই শেষ সুযোগ, ভালো হয়ে যান। আশা আরও বলেন মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যু মুক্ত ২৩ নং ওয়ার্ড গড়ারই ছিলো আমার নির্বাচনি এজেন্ডা, যার জন্য জনগন আমাকে ভোট দিয়েছেন, কিন্তু যখনি আমি মাদক সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছি তখনই মাদকের গডফাদাররা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, আমাকে করেছে মিথ্যে মামলার আসামি। তাই আমার একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়, যতদিন না পুলিশ প্রশাসন ও ২৩নং ওয়ার্ডবাসী সোচ্চার না হবে। তাই আসুন আমরা সবাই মিলে মাদক নির্মূল করি,
২৩ নং ওয়ার্ডকে মাদক মুক্ত করি। এরপর ছোটবড় সকলে প্রিয়মুখ নাসিক ২৩ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর আলহাজ্ব আবুল কাউছার আশা নেতৃত্বে অদ্য ১৩/০১/২০২৩ইং রোজ শুক্রবার জুম্মার নামাজের পর এনসিসি মরহুম হাজী জালাল উদ্দিন আহমেদ জামে মসজিদ হতে মাদক বিরোধী মিছিল বের হয়। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন বন্দর উপজেলার দুইবারের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল সহ অত্র এলাকার মুরুব্বি, যুবক, তরুণরা ।