আজমেরী ওসমানের পরিবারের শীত বস্ত্রে উষ্ণতা দিয়েছে দুই শতাধীক পরিবারে। শুক্রবার (১৩ জানুয়ারী) রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকায় অসহায় হত-দরিদ্র দুঃখী মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন-আলহাজ্ব আজমেরী ওসমান ও পারভিন ওসমান।
এসময় আরো উপস্থিত ছিলেন আজমেরী ওসমানের স্ত্রী সাবরীনা ওসমান জয়া ও আজমেরী ওসমান তার দুই বোনসহ ওসমান পরিবারের সদস্যগণ। এদিন দুই শতাধীক পরিবারেদুস্থদের মাঝে ব্যক্তি উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পারভিন ওসমান বলেন, বিত্তবান আছে তাদের অনুরোধ করবো, শীত এখন প্রকট আকার ধারণ করেছে। আপনারা এ সকল গরীব ও অসহায় মানুষদের পাশে আপনাদের যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে এগিয়ে আসুন। সমাজে কোন অসহায় যেন শীতে কষ্টে না থাকে, তা দেখার দায়িত্ব আমাদের সকলের।
এসময় আজমেরী ওসমান বলেন, এই শীতে অসহায় ও গরীব মানুষেরা তাদের শীত নিবারনের জন্য তেমন কোন গরম কাপড় পাচ্ছেনা। তাই তাদের কষ্ট কিছুটা হলেও যাতে লাগব হয়, সেলক্ষ্যে যতটুকু পারছি তাদের দিকে সহযোগীতার হাত বাড়াচ্ছি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান-২০২৩ এ আরো উপস্থিত ছিলেন কাজী আমির, বিশিষ্ট সমাজ সেবক যুবলীগ নেতা ও আবু মোল্লা প্রমুখ।