নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রানা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার নেতৃত্বে অতীতও আমরা সকল কর্মকাণ্ডে ঐক্যবদ্ধ ছিলাম, এখনো আছি, অদূর ভবিষ্যতেও রাজপথে থাকবো ইনশাআল্লাহ। দলের প্রতিটি কর্মকাণ্ডে স্থানীয় নেতৃবৃন্দ যেভাবে আমাদের দলীয় দিক নির্দেশনা দিয়েছেন তা আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি। আগামীতেও বিএনপিকে ক্ষমতায় আনতে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমরা রাজপথে ঐক্যবদ্ধ থাকবো। বুধবার (২৫ জানুয়ারি) শহরের দেওভোগে জান্নাত কনভেনশন হলে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে বিশাল মিছিল নিয়ে যোগদানের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি। সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তিনি আরো বলেন, আমি দির্ঘদিন ধরেই দলের হয়ে কাজ করছি। বিভিন্ন কর্মকাণ্ডে যখন যেখানে প্রয়োজন সেখানেই ঝাপিয়ে পড়েছি। এর জন্য অনেক হামলা-মামলারও শিকার হয়েছি। এরপরেও দলের আদর্শ থেকে পিছুপা হইনি। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সভাপতি কামালউদ্দিন জনি, সাবেক ছাত্রদল নেতা মমিনুল রহমান বাবু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ শাকিল, মোঃ দুলাল প্রমূখ।