নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) সকাল দশটায় নগরীর পশ্চিম দেওভোগ জান্নাত কনভেনশন সেন্টারে পৃথক পৃথক ভাব এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে প্রধান অতিথি রাজিব হাসান ও প্রধান বক্তা নাজমুল হাসান সহ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে কর্মীসভার উদ্ধোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে আমরা কাজ করছি। সংগঠনকে গতিশীল করতে আমরা নতুন নেতৃত্ব বাছাই করছি। এখানে কাউকে মাইনাস করার সুযোগ নাই।
সবাইকে নিয়ে নারায়ণগঞ্জ জেলা মহানগর স্বেচ্ছাসেবক দলকে একটি শক্তিশালী কমিটি গঠন করে আমাদের মূল লক্ষ্য। কমিটিতে সিনিয়রদের পাশাপাশি সাবেক ছাত্রদল নেতাদেরকেও এই কমিটিতে স্থান পাবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করতে হবে।
তিনি আরো বলেন, আমাদের গণতন্ত্র,ভোটের অধিকার রক্ষা করার পাশাপাশি আমাদের গনতন্ত্রের মা বিএনপি চেয়াপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা থেকে মুক্ত করাসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণতন্ত্রের মাঠিতে ফিরিয়ে আনতে হবে। আগামী দিনের আন্দোলন সংগ্রামের সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানাচ্ছি।
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, প্রধান বক্তা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। এছাড়াও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কায়সার আশা’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় মহানগরের কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ আলম ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রাসেল মাহমুদ, যুগ্ম সম্পাদক নাছির উদ্দিনসহ জেলা, মহানগর, থানা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ।