নিজস্ব প্রতিনিধি: শহরের ২নং রেলগেইট সংলগ্ন পুলিশ বক্সের সামনে থেকে অন্ধ লোকের মোবাইল ছিনতাই করার সময় ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে ধরে ট্রাফিক পুলিশের অতিরিক্ত সাবইন্সপেক্টর আলী আকবর।
বুধবার (২৫ জানুয়ারী) সকাল ১১টায় পুলিশ বক্সের সামনে থেকে তাদেরকে আটক করাহয়। ছিনতাইকারী চক্রের ৫ সদস্য প্রতিনিয়ত ছিনতাই করে আসছে এ এলাকায়। অন্ধ লোকের মোবাইল ছিনতাই করার সময় ছিনতাইকারীদের একইদরেন ধরেন এ পুলিশ সদস্য। এসময় নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের হাতে ছিনতাইকরীদের সোর্পদ করেন তিনি। সাহসীকতা দেখে পথচারীরা তাকে ধন্যবাদ প্রধান করে বলেন আমাদেরকে এতো দিনে রক্ষা করেছেন এ ছিনতাইকারীদের হাত থেকে।
এসময় আলী আকবর বলেন, পুলিশ হচ্ছে জনগনের সেবক তাই জনগনের সেবাটুকু দেওয়ার চেষ্টা করেছি।