নারায়নগ়ঞ্জ আপডেটঃ নারায়নগঞ্জ-৯৯ স্পোর্টস ক্লাবের যাত্রা শুরু হয়েছে গত ২২শে জুলাই ২০২২ সালে। যান্ত্রিক জীবনে শত ব্যস্ততা কে পিছনে ফেলে শৈশবের সব বন্ধুরা একটু সময় বের করে একসাথে খেলাধুলার মাধ্যমে ছোটবেলা কে পুনরুজ্জীবিত করা, জেলায় খেলাধুলার উন্নয়নে সহযোগিতা করা এবং সমাজে উঠতি বয়সী তরুনদের মাদক এবং অন্যান্য বাজে কাজ থেকে বিরত করে খেলাধুলার প্রতি আগ্রহী করতে অনুপ্রেরনা দেয়া এদের মূল লক্ষ্য। এ বছর অত্যাধিক ঠান্ডা পড়ার কারনে তারা সবাই মিলে তাদের প্রধান ধারা থেকে বের হয়ে মানবিক দৃষ্টিকোন থেকে অসহায় ও এতিমদের মাঝে কিছু শীতবস্ত্র বিতরন করার সিদ্ধান্ত নেয়, তারই পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন থেকে তারা ধাপে ধাপে তাদের সাধ্য অনুযায়ী কিছু কম্বল ২ টা এতিমখানা ও কিছু অসহায় মানুষের মাঝে বিতরন করেছে। ইনশাআল্লাহ্ সম্ভব হলে আগামীতেও তারা এ ধরনের কার্যক্রম হাতে নিয়ে সমাজের অসহায় মানুষের পাশে থাকার আশা ব্যক্ত করেছে।