বন্দর প্রতিনিধিঃ বন্দর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম.কুদরত-এ খুদা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস-জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকাসক্তের বিরুদ্ধে জনমত সৃষ্টি ও প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন প্রধান অতিথি। এসময় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, সানাউল্লাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা, বন্দর থানা অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক, বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মেহবুবা সাঈদ, উপজেলা শিক্ষা অফিসার রেজাউল করিম, উপজেলা সমাজ সেবা অফিসার ফয়সাল কবীর, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী এম এ সালাম, বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি. কে. রাসেল ও সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম প্রমুখ।