বন্দর প্রতিনিধি: বন্দরে আলোচিত কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে ফের জটিলতা সৃষ্টি হয়েছে। নির্ধারিত হাজী ইব্রাহিম আলমচান স্কুল এন্ড কলেজ মাঠে সম্মেলন নিয়ে ৬ প্রার্থীর ৪ প্রার্থীই আপত্তি জানিয়েছে।
এনিয়ে তারা রোববার সকালে বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়ের নিকট ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে লিখিত আবেদন করেছেন।
নিরাপত্তা ও যোগাযোগ সন্ত্রান্ত সমস্যার কারণে ৪ প্রার্থী তথা সভাপতি প্রার্থী কুতুবউদ্দিন আহমেদ, হাজী আহমেদ তুষার মাইনউদ্দিন, সাধারণ সম্পাদক প্রার্থী আক্তার হোসেন (বিএ), ইসতিয়াক উদ্দিন জারজিস একই মতামত পোষণ করে সম্মেলনটি যেন কল্যান্দি পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের মাঠ অথবা ঘারমোড়া-চরঘারমোড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে কুতুবউদ্দিন আহমেদ জানান, আমি সকলের সাথে কথা বলেছি আমার কর্মীরা জানিয়েছে তারা বিভিন্ন জটিলতার জন্য স্থান পরিবর্তন করতে হবে বলে মনে করেন।
হাজী মাইনউদ্দিন আহমেদ তুষার জানান, নিরাপত্তা ও সুবিধা বিবেচনায় ভেন্যু পরিবর্তন করা এখন তৃনমুলের দাবি। কলাগাছিয়ার রাজধানী খ্যাত ঘারমোড়ায় সম্মেলনটি হলে সবচেয়ে সফল সম্মেলন হতে পারে। তবে কল্যান্দি হলেও আমার আপত্তি নেই।
আক্তার হোসেন বিএ জানান, প্রতি প্রার্থীরই পছন্দের স্থান রয়েছে। আমার পছন্দ এবং সকল ওয়ার্ডবাসীর সুবিধা বিবেচনায় কল্যান্দি পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ে সম্মেলনটি আয়োজন করার জোর দাবি জানাচ্ছি।
ইসতিয়াক উদ্দিন জারজিস বলেন, আমি সকলের সাথে কথা বলেছি সবাই আমাকে ভেন্যু পরিবর্তনের পক্ষে পরামর্শ দিয়েছেন। কর্মীদের কাঙখিত হওয়ায় স্থানটি ঘারমোড়া হলে ইউনিয়নবাসীর সুবিধা হবে। ঘারমোড়ায় সম্ভব না হলে কল্যান্দি হবে সবচেয়ে উত্তম সিদ্ধান্ত।