বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শামসুর নাহার ও শাহ আলম নামের মা-ছেলেকে পিটিয়ে আহত করেছে মুল হোতা সৌরভ-হালিম গং।
বুধবার (১লা ফেব্রুয়ারী) সকালে বন্দর থানাধীন নবীগঞ্জ এলাকায় এ ঘটনাটি ঘটে। এব্যাপারে আহত শাহ- আলমের স্ত্রী সুফিয়া বেগম বাদী হয়ে ৩জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন নবীগঞ্জ কবিলার মোড় এলাকার আমান সরদারের ছেলে সৌরভ (৩০), বাগবাড়ী এলাকার গিয়াসউদ্দিনের ছেলে হালিম (৪০) ও জহিরুল (৩০)।
পারিবারিক সুত্রে জানা গেছে, বুধবার সকালে নবীগঞ্জে একটি মাটি কাটার কাজে শাহ আলমের ৭ বছরের শিশুপুত্র দাড়ানোর অপরাধে ব্যাপক মারধর করে সন্ত্রাসী সৌরভ গং। এঘটনায় শাহ আলম ও তার মা সুফিয়া বেগম প্রতিবাদ করতে গেলে উল্লেখিত আসামীসহ আরো ৪-৫ জন সংঘবদ্ধভাবে তাদের উপর হামলা চালায়। প্রথমে শাহ আলমকে তারা এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গলা চেঁপে ধরে হত্যা চেষ্টা করলে তার মা সুফিয়া বেগম তাদের পায়ে পরে ছেলেকে রক্ষা করতে এগিয়ে যায়। এমতাবস্থায় পাষ- সন্ত্রাসীরা তার মাকেও লাথি মেরে মাটিতে ফেলে বেধড়ক মারপিট করতে থাকে। পরে তাদের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে আসামীরা তাদের হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়েন। এব্যাপারে বন্দর থানায় একটি মামলা প্রস্তুতি চলছে।