খন্দকার আতাউর রহমান সেলিম। বয়স- ৭০,গায়ের রং- ফর্সা সুন্দর, বাসা- ব্যাংক কলোনি,নিউ খানপুর।
আজ বিকাল ৫ টায় সবুজ রঙের ফুল হাতা টি-শার্ট ও লুঙ্গি পরিহিত অবস্থায় বাসা থেকে হাটতে বের হয়ে আর বাসায় ফিরেনি।
সিসি টিভি ক্যামেরায় তাকে শেষ ডনচেম্বার মেডিষ্টার হাসপাতালের সামনে দেখা যায় তারপর থেকে তার আর কোন খুজ পাওয়া যাচ্ছেনা।
যদি কোনো হৃদয় বান ব্যাক্তি তাকে দেখে থাকেন তাহলে উক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।
যোগাযোগ- ১.জয়-০১৮১২৩৪৮৫৮৫
২.জন-০১৯২২৪০০৪৩৪।