বিএনপির নেতা-কর্মীদের মুক্তি, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০দফা দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি ঢাকা বিভাগীয় বিক্ষোভ সমাবেশকে সফল করতে শহরে বৃহস্পতি বার (২ ফেব্রুয়ারি ) বিকাল তিনটায় চাষাড়া এলাকায় লিফলেট বিতরণ করেছে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা বলেন, আগামী ৪ ফেব্রুয়ারি বিএনপি’র ঢাকা বিভাগীয় বিক্ষোভ সমাবেশ সফল করতে আমার রাজনৈতিক অভিভাবক জননেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে আমরা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করছি। এই অবৈধ সরকারের পতনের ঘন্টা বেজে উঠেছে। ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও নতুন সরকার গঠন হবে। এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু ও মহানগর যুবদলের নেতা মোঃ সাহেদুল্লা রোমান সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।