দিনব্যাপি কোরআন তিলোয়াত, দুস্থদের মাঝে খাবার বিতরণ ও মিলাদ দোয়ার মধ্যদিয়ে পালিত হয়েছে নারায়নগঞ্জের এক সময়ের অত্যান্ত প্রভাবশালী ও জনপ্রিয় কমিশনার মহিউদ্দিন প্রধানের ১৮তম মৃত্যুবার্ষিকী। শনিবার (০৪ ফেব্রুয়ারি) মরহুমের বড় ভাই নারায়ণগঞ্জ
সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শফিউদ্দিন প্রধানের উদ্যোগে পরিবারের পক্ষ থেকে এ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এদিন সকালে মরহুম মহিউদ্দিন প্রধানের কবর জিয়ারত করেন তার পরিবারের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে ডিএনডি রোডস্থ মরহুমের নিজ বাসভবনের সামনে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। বিকালে (বাদ আছর) মরহুম মহিউদ্দিন প্রধানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় স্থানীয় বাইতুল মাহফুজ জামে মসজিদে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়াটি পরিচালনা করেন, মসজিদের ইমাম মাওলানা জালাল উদ্দিন। দোয়া মাহফিলে মরহুমের পরিবারবর্গ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।