নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে (গ্রিড দক্ষিণ-১) ভারী যন্ত্রাংশে চাপা পড়ে জহিরুল ইসলাম রনি (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের খানপুর সড়কের খানপুর ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে (গ্রিড দক্ষিণ-১) বিদ্যুতের ভারী যন্ত্রাংশ স্থানান্তরের সময় সে চাপা পড়ে। পরে তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জহিরুল ইসলাম রনি জামালপুরের ইসলামপুরের পোস্তগোলা এলাকার মৃত সোনা মিয়ার ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খানপুর ৩০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ শাহাদাৎ হোসেন।
হায়দার আলী নামে এক শ্রমিক বলেন, সকাল থেকে বিদ্যুৎ উপকেন্দ্রের ভেতরে বেশ কিছু ভারী যন্ত্রাংশ স্থানান্তরের কাজ করছিলাম। এ সময় একটি মেশিন (সার্কিট) সরানোর সময় সেটি রনির ওপর পড়ে যায়। তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খানপুর ৩০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, তার বুকে ও মাথায় গুরুতর আঘাত রয়েছে।