বিদ্যুৎ বিল ও পানির সংযোগকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় গুলিবর্ষনের ঘটনায় গ্রেপ্তার বাবা-ছেলেকে ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বীথি এই রিমান্ড শুনানির দিন আগামীকাল মঙ্গলবার ধার্য করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মার্কেট মালিক আজাহার তালুকদার ও তার ছেলে আরিফ তালুকদার। এর সত্যতা নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, বিদ্যুৎ বিল ও পানির সংযোগকে কেন্দ্র করে রবিবার রাত সাড়ে নয়টার দিকে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় আঙ্গুরা শপিং কমপ্লেক্স ভবনের মালিক আজাহার তালুকদারের অস্ত্রের গুলিতে গুরতর আহত হন ভাড়াটে রেস্টুরেন্ট ‘সুলতান ভাই কাচ্চি’র ম্যানেজার শফিউর রহমান কাজল ও কর্মচারি জনি। পরে গুলিবিদ্ধদের গুরতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মার্কেট মালিক আজাহার তালুকদার ও তার ছেলেকে দুইটি আগ্নেয়াস্ত্রসহ আটক করে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।