বন্দরে কলাগাছিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে জাতীয়পার্টির অস্থাায়ী কার্যালয়সহ ২টি দোকান ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার ৭ ফেব্রুয়ারী ভোর ৫টায় কলাগাছিয়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার ভোরে হঠাৎ তারা আগুনের ধোঁয়া দেখতে পান। পরে তারা এগিয়ে গেলে সেখানে শামসুল হক স্টোর নামের দোকান সম্পূর্ণ আগুনের শিখাদ্বারা বেষ্টিত অবস্থাা দেখতে পায়। স্থানীয়রা আগুন নেভাতে বিভিন্ন প্রচেষ্টা চালিয়েও ব্যার্থ হয়ে বন্দর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থালে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় শামসুল হক স্টোরসহ জাতীয় পার্টির একটি অস্থাায়ী কার্যালয় ভস্মীভূত হয়। দোকান মালিক শামসুল হকের দাবী এ ঘটনায় তার চার লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিসাধন হয়েছে। তবে কি কারনে অগ্নিকান্ডের ঘটনা হয়েছে সে-সম্পর্কে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ জানান, অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থালে হাজির হয়ে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের ঘটনায় কোন প্রানহানীর সংবাদ পাওয়া যায়নি। অগ্নিকান্ডের সূত্রপাত তাৎক্ষনিক জানা যায়নি। তবে আমরা ধারণা করছি বিড়ি সিগারেট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে বলে আশংকা করছি। অগ্নিকান্ডের কারন জানার জন্য আমাদের তদন্ত অব্যহত রয়েছে।